প্রাতঃভ্রমণ করতে গিয়ে প্রথম দেখা! প্রেমে পড়ে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ১৯ বছরের যুবতী

বাংলা হান্ট ডেস্ক: প্রেমে (Love) পড়লে মানুষ রীতিমতো হারিয়ে যায়। এমনকি, প্রেমের টানে ছিন্ন হয়ে যায় জাত-ধর্ম-বয়সের বেড়াজালও। এর সেই কারণেই তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে একের পর এক অবাক করা প্রেমের কাহিনি সামনে আসছে। যেগুলি বিস্তারিতভাবে জানার পরে স্তম্ভিত হয়ে যান সকলেই। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি ঘটনা সামনে এল পাকিস্তান (Pakistan) থেকে।

জানা গিয়েছে, প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে এক ৭০ বছর বয়সী বৃদ্ধকে বিয়ে করে ফেললেন ১৯ বছরের এক যুবতী। হ্যাঁ, প্রথমে জেনে অবিশ্বাস্য মনে হলেও এবার ঠিক এই ঘটনাই ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই দু’জনের মধ্যে সাক্ষাৎ ঘটে। সেখান থেকেই শুরু হয় কথা। যা পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি করে ফেলে। এমতাবস্থায়, লিয়াকত ও শামাইলার এহেন ভালোবাসার কাহিনি ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম।

   

শুধু তাই নয়, তাঁদের সাক্ষাৎকারও সামনে এসেছে ইউটিউবে। যেখানে তাঁরা নিজেদের প্রেম নিয়ে খোলামেলাভাবে আলোচনা করেছেন। জানা গিয়েছে, তাঁরা দু’জনেই লাহোরে থাকেন। এই প্রসঙ্গে লিয়াকত জানান, “একবার যখন সে (শামাইলা) যাচ্ছিল, আমি পিছন থেকে গুনগুন করে গান শুরু করি। সে আমার দিকে ফিরে তাকাল। তারপর আর কি? প্রেম হয়ে গেল।”

অপরদিকে, শামাইলা জানান, “প্রেম বয়স এবং জাত দেখে হয় না। সম্পর্কে প্রেমটাই আসল হয়ে দাঁড়ায়।” পাশাপাশি, লিয়াকত আলিও বলেন, “হৃদয়কে তরুণ হতে হবে, বয়সে কি আছে?” যদিও, এই সম্পর্ক মেনে নিতে পরিবারের সদস্যরা প্রথমে আপত্তি করেন বলেও জানিয়েছেন শামাইলা। তবে, পরে তাঁরা বিষয়টি মেনে নেন। এমতাবস্থায়, চলতি বছরের শুরুতেই বিয়ে করে নেন তাঁরা।

https://youtu.be/DaCTKi_wXJU

এদিকে, লিয়াকতকে বয়সের বিরাট ব্যবধান সত্বেও বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা কোনো সমস্যা নয়। এমনকি, শামাইলা এই প্রশ্নের উত্তরে জানান, “প্রত্যেকেরই তাঁর নিজের মতো করে জীবনযাপন করার অধিকার রয়েছে।” শুধু তাই নয়, একে অপরের জন্য তাঁরা রোমান্টিক গানও গেয়ে ফেলেন ওই ভিডিওটিতে। এদিকে, লিয়াকত-শামাইলার এই প্রেমের কাহিনি প্রকাশ পেতেই তা দেখতে ভিড় জমাচ্ছেন নেটিজেনরাও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর