বাংলা হান্ট ডেস্ক: মিশর (Egypt) এমন একটি ঐতিহাসিক দেশ যেখান থেকে প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক নিদর্শনের খোঁজ পান প্রত্নতাত্বিকরা। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি বড়সড় আবিষ্কার করলেন তাঁরা। জানা গিয়েছে, মিশরের প্রাচীন তাপোসিরিস মাগনা মন্দিরের (Taposiris Magna Temple) নিচে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। শুধু তাই নয়, এই সুড়ঙ্গটি প্রায় ৪,৮০০ ফুটেরও বেশি লম্বা এবং এটির উচ্চতা প্রায় ৬ ফুট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই সুড়ঙ্গটির সাথে মিশরের সর্বশেষ ফ্যারাও রানী ক্লিওপেট্রার (Queen Cleopatra) নামও উঠে এসেছে খবরের শিরোনামে।
মন্দিরের নিচেই মিলল রহস্য: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাপোসিরিস মাগনা মন্দিরের নিচে পাওয়া ওই সুড়ঙ্গটি পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, এই সুড়ঙ্গটি ক্লিওপেট্রার সমাধির সাথে জড়িত। ইতিমধ্যেই প্রত্নতাত্ত্বিকরা দাবি করেছিলেন যে, মিশরের শেষ শাসক রানী ক্লিওপেট্রা এবং তাঁর প্রেমিক মার্ক অ্যান্টনিকে একটি মন্দিরের ভিতরে সমাহিত করা হয়েছিল।
খননকালে সুড়ঙ্গ পাওয়া গেছে: এমতাবস্থায়, অনেকে মনে করছেন যে, এই সুড়ঙ্গ দিয়েই রানী ক্লিওপেট্রার সমাধিতে যাওয়া যায়। পাশাপাশি, এই সুড়ঙ্গের কাছে একটি কবর খুঁজে পাওয়ার সম্ভাবনাও খুব বেশি। তবে, যদি এই সমাধিটি এখানে খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে এটি হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। এই প্রসঙ্গে প্রত্নতত্ত্ববিদ ক্যাথলিন মার্টিনেজ (Kathleen Martinez) জানিয়েছেন যে, “প্রথমবারের মতো কোনো মন্দিরের নিচে সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ পথের সন্ধান পাওয়া গেছে। মন্দিরের ৪৩ ফুট নিচে চাপা পড়া এই সুড়ঙ্গের কাছে সমাধির সন্ধানও চলছে। তবে, গত ৩ মাসের পর্যবেক্ষণের পর মনে হচ্ছে যে, এটাই রানী ক্লিওপেট্রার সমাধির জন্য আদর্শ জায়গা ছিল”।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই এই সুড়ঙ্গের ছবি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা তুমুল ভাইরাল হতে শুরু করেছে। এমতাবস্থায়, মন্দিরের ভিতরে আরও গভীরভাবে সন্ধান চালানো হচ্ছে। এদিকে, সুড়ঙ্গটি আবিষ্কারের সময় সেখানে রানী ক্লিওপেট্রা এবং আলেকজান্ডার দ্য গ্রেটের নামাঙ্কিত মুদ্রা, শিরশ্ছেদ করা মূর্তি এবং দেবী আইসিসের মূর্তিও পাওয়া গেছে বলে জানা গিয়েছে।
The Dominican Egyptian archaeological mission of the University of San Domingo discovered a tunnel carved in the rock, bout 13 meters below the surface of the earth. This discovery was made during the excavation work of in the area of the Temple of Taposiris Magna, Alexandria. pic.twitter.com/GTuW2p6IXm
— Ministry of Tourism and Antiquities (@TourismandAntiq) November 4, 2022
উল্লেখ্য যে, ক্লিওপেট্রা ছিলেন মিশরের টলেমি শাসকদের তালিকার শেষ শাসক। টলেমিরা প্রায় ৩০০ বছর যাবৎ প্রাচীন মিশরে শাসন চালিয়েছিলেন। পাশাপাশি, তাঁদের বিস্তার করা সাম্রাজ্যের মধ্যে মিশর, সাইপ্রাস, বর্তমান লিবিয়ার অংশ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চল অন্তর্ভুক্ত ছিল।