বাংলাহান্ট ডেস্কঃ সম্পত্তি নিয়ে দ্বন্ধ তো সব পরিবারেই হয়। কিন্তু তাই বলে সমস্ত সম্পত্তি কুকুরকে (dog) লিখে দেবে? এযেন পুরো রিল লাইফের রিয়েল ভার্সন। সম্প্রতি মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে উঠে এল এমন এক কাহিনী, যা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে স্যোশাল মিডিয়ায়।
বলিউড স্টার অক্ষয় কুমারের ‘Entertainment’ সিনেমাটা অনেকেই দেখেছেন। সেখানে উত্তরাধিকার না থাকায় অক্ষয় কুমারের বড়লোক বাবা তাঁর নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন Entertainment মানে তাঁর পোষ্য কুকুরের নামে। আসল বাবার পরিচয় জানতে পেরে সেই সম্পত্তি নিজের হস্তগত করতে নানান প্রচেষ্টা চালিয়ে যান অক্ষয় কুমার। তবে রিল লাইফের এই ঘটনার সঙ্গে পুরোটা মিল না থাকলেও, কিছুটা মিল দেখা গেল মধ্য প্রদেশের ছিন্দওয়াড়া জেলার বাড়িবাদা গ্রামের এক পরিবারে।
Madhya Pradesh: A farmer has named his pet dog as legal heir of his ancestral property, in Chhindwara district.
"I own around 21 acres of land. I have divided the share of my property between my wife and my dog," Om Narayan Verma says. pic.twitter.com/cbOVkos4iH
— ANI (@ANI) December 31, 2020
মধ্য প্রদেশের ছিন্দওয়াড়া জেলার বাড়িবাদা গ্রামের বাসিন্দা ওম নারায়ণ ভার্মা, পেশায় একজন কৃষক। ছেলের উপর রাগ করে নিজের সমস্ত সম্পত্তি, পৈতৃক জমি লিখে দিলেন পোষ্য কুকুরের নামে। বছর ৫০-এর ওম নারায়ণের কুকুর জ্যাকির বয়স ১১ মাস। এই কুকুরকেই তিনি তাঁর সম্পত্তি লিখে দিলেন।
উইলে তিনি লিখেছেন, ‘বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ। আমার স্ত্রী এবং আমার পোষ্য কুকুরই আমার দেখাশোনা করে। আমার মৃত্যুর পর পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ২ একর জমির মালিক হবে আমার পোষ্য কুকুর জ্যাকি এবং বাকি জমি পাবেন আমার স্ত্রী। আমার মৃত্যুর পর জ্যাকির যাতে কোন কষ্ট না হয় সেই জন্যই এই ব্যবস্থা করা। তবে জ্যাকির যে দেখাশোনা করবে, সেই ব্যক্তি জ্যাকির অবর্তমানে জ্যাকির নামাঙ্কিত আমার এই ২ একর জমি পাবে। তবে কোনভাবে জ্যাকিকে বঞ্চিত করলে এই জমি সে পাবে না’।
জানা গিয়েছে, এই অদ্ভুত সিদ্ধান্ত গ্রহণের পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েত প্রধান যমুনা প্রসাদ ভার্মার কথায় ওম নারায়ণ এই সিদ্ধান্তের বদল করেন।