বাংলাহান্ট ডেস্ক : শুক্রবারই ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছিল মায়ানমার এবং থাইল্যান্ড। চোখের সামনে একের পর এক বহুতল ধসে পড়তে দেখে আতঙ্কে দিশাহারা হয়ে পড়ে মানুষ। ভয়াবহ বিপর্যয়ে এখনো পর্যন্ত বহু মানুষের প্রাণহানির খবর মিলেছে। চতুর্দিকে যখন শুধুই স্বজন হারানোর যন্ত্রণা, তার মাঝেই এল একটি মন ভালো করে দেওয়া খবর। ভূমিকম্পের (Earthquake) ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই চিকিৎসকদের তৎপরতার রাস্তায় সন্তানের জন্ম দিলেন এক মহিলা। ব্যাঙ্ককের এই ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভূমিকম্পের (Earthquake) মাঝে ব্যাঙ্ককের রাস্তায় সন্তান প্রসব
শুক্রবার মায়ানমারে ভূমিকম্পের (Earthquake) তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের মাটিও কেঁপে ওঠে। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি হাসপাতাল খালি করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। স্ট্রেচারে, হুইলচেয়ারে করে রোগীদের হাসপাতালের বাইরে নিয়ে যাওয়া হয়। রাস্তাতেই তাদের দেখভাল করেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতাল থেকে বের করা হয় রোগীদের: ওই রোগীদের মধ্যেই ছিলেন একজন অন্তঃসত্ত্বা মহিলা। কম্পন শুরু হওয়ার ঠিক পরেই প্রসব যন্ত্রণা ওঠে তাঁর। কিন্তু ওই পরিস্থিতিতে কাউকেই হাসপাতালে রাখার ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। স্ট্রেচারে করে বের করে আনা হয় ওই মহিলাকেও। ততক্ষণে প্রসব বেদনায় কাতর তিনি।
আরো পড়ুন : হতে চলেছে সব রহস্যের সমাধান? মঙ্গলে যা খুঁজে পেল NASA-র রোভার….চমকে গেলেন বিজ্ঞানীরাও
নেট পাড়ায় ভাইরাল ভিডিও: শেষমেষ চিকিৎসক এবং নার্সদের তৎপরতায় ভূমিকম্পের (Earthquake) মাঝে ব্যাঙ্ককের রাস্তাতেই সন্তান জন্ম দেন মহিলা। শুক্রবারের একাধিক ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তার মাঝেই এই ভিডিওটিতে নজর কেড়েছে নেটিজেনদের। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।
A woman in Bangkok was forced to give birth on the street during the earthquake, local newspaper Matichon reported.
All hospital patients were taken out into the street because of the emergency.
Add us on telegram : https://t.co/j4oscGJ7af
Add us on X :… pic.twitter.com/SqQKgd1Uxk— Uncensored News (@uncensorednews9) March 29, 2025
আরও পড়ুন : ভূস্বর্গে গুলির লড়াই! “সাফাইয়া” অভিযানে নামল সেনা, খতম দুই জঙ্গি, উদ্ধার এক পুলিশকর্মীর দেহ
প্রসঙ্গত, সূত্রের খবর, মায়ানমারের স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটে ভূমিকম্পের ঘটনা। যেমনটা জানা গিয়েছে, ভূমিকম্পের (Earthquake) উপকেন্দ্র ছিল মায়ানমারের প্রধান শহর থেকে আরো কয়েক কিমি দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। তীব্র ভূমিকম্পের প্রভাব পড়ে থাইল্যান্ড এবং ভিয়েতনামেও। তারপর থেকে একাধিক বার আফটারশকে কেঁপেছে মায়ানমার এবং থাইল্যান্ড। এখনো পর্যন্ত হাজারেরও বেশি মৃত্যুর খবর এসেছে ওই ভূমিকম্পের ঘটনায়।