চোখের চাহনি থেকে মিষ্টি হাসি, বাংলাদেশে খোঁজ মিলল শুভশ্রীর ‘যমজ’ বোনের! দেখুন ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যে রাঁধে সে চুলও বাঁধে। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (Subhashree Ganguly) এই কথাটাই বারবার প্রমাণ করে দেন। টলিউডের প্রথম সারির নায়িকা তিনি। উপরন্তু তাঁর আরো এক গুরু দায়িত্ব হয়েছে এখন। মা হয়েছেন শুভশ্রী। ছেলে ইউভানের সবে দু বছর বয়স। নিজের কাজের পাশাপাশি ছেলেকেও সামলাতে হয় শুভশ্রীকে, সময় দিতে হয়।

এর মধ‍্যেও নিয়ম করে শরীরচর্চা করেন তিনি। মা হওয়ার সময়ে যেটুকু ওজন বেড়েছিল তা ধীরে ধীরে কমিয়ে আগের শেপে ফেরার চেষ্টা করছেন শুভশ্রী। অনেকটা সফলও হয়েছেন তিনি। অভিনেত্রীর সাম্প্রতিক কিছু ফটোশুট দেখলেই তা বোঝা যায়।


কিছুদিন আগে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। লাল এমব্রয়ডারি করা পাড়ের শিফন শাড়ি, স্লিভলেহ ব্লাউজের সঙ্গে মুক্তোর হার পরে সেজেছিলেন তিনি। হাতেও পরেছিলেন মুক্তোর ব্রেসলেট। মানানসই মেকআপে গ্ল‍্যামারাস অবতারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

শুভশ্রীর সেই লুক নতুন করে তৈরি করলেন বাংলাদেশের এক বিউটি ব্লগার এবং টকটকার। তাঁর নাম ফারহানা পারভিন। বিভিন্ন অভিনেত্রীদের মেকআপ লুক তিনি নতুন করে তৈরি করেন। নিজেকে সাজিয়ে গুজিয়ে ভিডিও শেয়ার করেন। শুভশ্রীর মেকআপ লুকের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।


নেটিজেনরা ওই ব্লগারকে দেখে মুগ্ধ। কেউ লিখেছেন, তাঁকে অবিকল শুভশ্রীর মতো দেখতে লাগছে, হাসিটার মধ‍্যেও মিল রয়েছে। একজন লিখেছেন, মনে হচ্ছে যমজ বোন। আবার আরেকজন লিখেছেন, হঠাৎ করে তাকালে মনে হচ্ছে শুভশ্রীই। অভিনেত্রী নিজেও লাইক করেছেন ভিডিওটিতে।

প্রসঙ্গত, এই মুহূর্তে শুভশ্রী ঘুরে বেড়াচ্ছেন বিদেশে। রথযাত্রার দিনই আমেরিকা পাড়ি দিয়েছিলেন তাঁরা। সঙ্গে অবশ‍্যই পুঁচকে ইউভান। রাজ শুভশ্রী দুজনেরই দায়িত্ব বেড়েছে এখন। তাই সময় পেলেই পরিচালক স্ত্রী পুত্রকে নিয়ে বেরিয়ে পড়েন ছোটখাট ট‍্যুরে।

X