বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পাকিস্তান (Pakistan) যে অত্যন্ত আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে এই বিষয়টি প্রায় প্রত্যেকের জানা। শুধু তাই নয়, পড়শি দেশের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে সে দেশের সরকারকে বিভিন্ন জায়গা থেকে হাত পাততে হচ্ছে। ঠিক এই আবহেই এমন একটি খবর সামনে এসেছে যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। শুধু তাই নয় রীতিমতো অবিশ্বাস্য মনে হবে ওই বিষয়টি।
অবাক কাণ্ড পাকিস্তানে (Pakistan):
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে , পাকিস্তানের (Pakistan) গুজরানওয়ালার একটি ভিক্ষুক পরিবার ২০,০০০ নিমন্ত্রিতদের জন্য একটি দুর্দান্ত ভোজের আয়োজন করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অতিথিদের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার জন্য প্রায় ২,০০০ গাড়ির ব্যবস্থা করা হয়। এমতাবস্থায়, এই সামগ্রিক বিষয়ে ওই ভিক্ষুক পরিবার প্রায় ১.২৫ কোটি পাকিস্তানি রুপি (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ টাকা) ব্যয় করেছে। ইতিমধ্যেই এই মহাভোজের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই এক ভিক্ষুক পরিবার কিভাবে এত বিপুল অর্থব্যয়ে এই বিরাট আয়োজন করলেন এই বিষয়ে উঠছে প্রশ্ন।
گوجرانوالہ میں جھگی واسوں کینگرہ برادری کے بچوں نے اپنی والدہ کے چالیسویں کی تقریبات کو تاریخی بنا دیا
گوجرانوالہ جھگی واسوں کے چھے بچوں نے اپنی والدہ کے چالیسویں کی تقریب پر سوا کروڑ روپے خرچ کیے، 120 سالہ سکینہ بی بی کے 40 ویں کی تقریب میں250 بکرے بھی ذبح کیے گئے۔ چالیسویں کی… pic.twitter.com/ceoevkgd9M
— 365 News (@365newsdotpk) November 15, 2024
মিডিয়া রিপোর্ট অনুসারে, ওই ভিক্ষুক পরিবার গুজরানওয়ালার রাহওয়ালি রেল স্টেশনের কাছে তাঁদের “দাদি”-র মৃত্যুর ৪০ তম দিনে এই বিরাট ভোজের আয়োজন করেন। যেখানে পাঞ্জাব জুড়ে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন। এই আয়োজনের মেনুতেও ছিল একের পর এক চমক। দুপুরের খাবারে অতিথিদের জন্য পরিবারের পক্ষ থেকে সিরি পায়ে, মুরব্বা ও মাংসের বিভিন্ন খাবার তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন: NIA রেখেছিল ১০ লক্ষের পুরস্কার! ক্যালিফোর্নিয়ায় ধরা পড়ল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল
এই রাজকীয় ভোগে ২৫০ ছাগল কোরবানি: সেই সঙ্গে নৈশভোজে অতিথিদের জন্য মটন, নান মটর গঞ্জ (মিষ্টি ভাত) ছাড়াও নানা ধরনের মিষ্টির আয়োজন করা হয়। জানা গেছে, অতিথির সংখ্যা মাথায় রেখে ওই মহাভোজে পরিবারটি ২৫০ টি ছাগল কোরবানি দিয়েছেন। এই জমকালো উৎসবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। অনেকেই এই বিপুল আয়োজনের প্রশংসা করলেও কিছু জন আবার অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: ম্যাচ শেষে মেসির দিকে ছোঁড়া হল বোতল! গোটা দেশের হয়ে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার
“এত টাকা কোথা থেকে এলো?”: এই ভিডিও প্রত্যক্ষ করে একজন ব্যবহারকারী কটূক্তি করেছেন, “এটা সত্যি, যে পাকিস্তান ভিক্ষা করতে শিখেছে সে কখনো ক্ষুধার্ত থাকতে পারে না।” আরেকজন ব্যবহারকারী বলেন, “আমি ভেবে অবাক হই পাকিস্তান (Pakistan) অভাবের মধ্যে রয়েছে, সেখানে কিভাবে একটি ভিক্ষুক পরিবার কোটি কোটি টাকা ব্যয় করছে মহাভোজে।” প্রত্যেকেই জানতে চেয়েছেন ওই ভিক্ষুক পরিবার কিভাবে এই বিপুল অর্থ পেলেন। ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভিডিওগুলি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।