বাংলাহান্ট ডেস্ক: ফের খোঁজ মিলল মধুচক্রের (hobey trap) আসরের। খাস কলকাতার দুটি স্পা থেকে অভিযান চালিয়ে পুলিস গ্রেফতার করল ১৬ জনকে। তাদের মধ্যে রয়েছেন বাংলা সিরিয়ালের (bengali serial) একজন পরিচিত অভিনেতা। আজ ধৃতদের আলিপুর কোর্টে পেশ করা হবে।
শনিবার রাতে কলকাতা পুলিসের এসটিএফ ও গোয়েন্দা পুলিসের যৌথ উদ্যোগে কলকাতার দুটি এলাকায় অভিযান চালানো হয়। টালিগঞ্জ ও তালতলা থানা এলাকার দুটি স্পা তে চলে এই যৌথ অভিযান। লালবাজারের একটি শাখা ও কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স এই যৌথ অভিযান চালায়।
টালিগঞ্জ থানা ও তালতলা থানা এলাকার দুটি স্পা তে অভিযান চালানো হয়। পুলিস সূত্রে খবর, রাসবিহারী অ্যাভিনিউ অঞ্চলের একটি স্পা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছে, তিনি ওই মধুচক্রের আসরে ক্রেতা হিসাবেয়গিয়েছিলেন। সেখান থেকেই কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ তাঁকে হাতেনাতে পাকড়াও করে।
এখান থেকে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। এছাড়াও তালতলা থানা এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি স্পা তেও অভিযান চালায় কলকাতা পুলিস। সেখান থেকে গ্রেফতার করা হয় ৫ জনকে। এই মোট ১৬ জন ছাড়াও ওই দুই স্পা থেকে কয়েকজন কিপারকেও গ্রেফতার করা হয়েছে।
এই কিপারদের হেফাজতেই রাখা হয় তরুণীদের। বেশ কয়েকজন তরুণীকে এদিন মধুচক্রের আসর থেকে গ্রেফতার করা হয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আজ আলিপুর কোর্টে পেশ করা হবে ওই ১৬ জনকে।