বাংলা হান্ট ডেস্ক: দেশের সাধারণ বাজেটে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) প্রভিডেন্ট ফান্ড (PF Account) সম্পর্কিত নিয়ম পরিবর্তন করেছেন। এমন পরিস্থিতিতে যদি EPFO গ্রাহকরা অ্যাকাউন্ট খোলার পাঁচ বছর পূর্ণ না করেই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন, সেক্ষেত্রে তাঁকে এখন ট্যাক্স দিতে হবে। তবে, পাঁচ বছর পরে টাকা তোলা হলে TDS কাটা হবে না। এমতাবস্থায়, পাঁচ বছরের আগে PF অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া টাকার সম্পূর্ণ পরিমানের উপর TDS কাটা হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বছরে ২.৫ লক্ষ টাকার বেশি PF কন্ট্রিবিউশন ট্যাক্সের আওতায় আসবে।
চলতি বাজেটে TDS-এর প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এমতাবস্থায়, আপনি যদি ১ এপ্রিল, ২০২৩-এর পরে আপনার PF অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন সেক্ষেত্রে আপনাকে ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ হারে TDS দিতে হবে। পাশাপাশি, আপনার অ্যাকাউন্ট প্যান কার্ডের সাথে লিঙ্ক করা আছে কি নেই সেটা এক্ষেত্রে বিবেচ্য হবে না। এদিকে, আপনি যদি ১ এপ্রিল ২০২৩-এর আগে EPF থেকে টাকা তুলে নেন সেক্ষেত্রে আপনাকে আগের মতো TDS দিতে হবে।
৫ বছর পর TDS প্রযোজ্য নয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডার ৫ বছরের মধ্যে টাকা তোলেন, তবেই তাঁকে TDS দিতে হবে। এমন পরিস্থিতিতে, ৫ বছর পরে টাকা তোলার উপর কোনোরকম TDS ধার্য করা হবে না। পাশাপাশি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে জানিয়েছিলেন যে, TDS-এর জন্য ১০,০০০ টাকার সীমাও সরিয়ে দেওয়া হয়েছে।
নতুন নিয়মটি কি: লাইভ মিন্টের একটি রিপোর্ট অনুসারে, ট্যাক্স বিশেষজ্ঞ বলওয়ান্ত জৈন জানিয়েছেন যে, যদি প্যান-আধারের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে PF বা EPF অ্যাকাউন্ট খোলার পাঁচ বছরের আগে টাকা তোলা হলে তাঁদের কর দিতে হবে। তবে, যদি PF অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ডের সাথে লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে টাকা তোলার পরিমানের উপর কোনো TDS ধার্য করা হবে না। মূলত, PF থেকে যে পরিমান টাকা তোলা হবে তা সেই বছরের অ্যাকাউন্ট হোল্ডারদের মোট করযোগ্য আয়ের সাথে যোগ করা হবে এবং PF অ্যাকাউন্ট হোল্ডারের আয়কর স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে।
পাশাপাশি, বলওয়ান্ত জৈন আরও বলেছেন যে, যদি PF অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রে তাঁর PF অ্যাকাউন্টে উপলব্ধ নেট পরিমানের ভিত্তিতে TDS কেটে নেওয়া হয়। উল্লেখ্য যে, বর্তমানে TDS-এর হার ৩০ শতাংশ রয়েছে। যা, ২০২৩-এর ১ এপ্রিল থেকে কমিয়ে ২০ শতাংশ করা হবে।