আগামী দিনে আদৌ মিলবে ২০০০ টাকার নোট? বড়সড় বয়ান অর্থমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : ২০০০ টাকার নোট এখন বাজারে আর খুব একটা দেখা যায় না। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন হঠাৎ করে কেন বাজার থেকে ২০০০ টাকার নোট উধাও হয়ে গেল। যদিও সরকারি তরফ থেকে এই ব্যাপারে কোনও সদুত্তর পাওয়া যায়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) এই বিষয়ে সোমবার সংসদে বললেন, সরকারের সাথে এর কোনও সম্পর্ক নেই।

ব্যাংকগুলি ঠিক করবে তাদের এটিএমে ২০০০ টাকার নোট রাখা হবে কিনা। এই ব্যাপারে কেন্দ্র কোনও নির্দেশিকা দেয় না। এইসব ব্যাপারে ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এরপর তার মন্তব্য, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটিএমে ২০০০ টাকার নোট রাখার বিষয় ব্যাংকগুলিকে কোনও নোটিশ দেওয়া হয়নি। ব্যাংকগুলি অতীতের চাহিদা, গ্রাহকদের প্রয়োজনীয়তা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে।

একটি প্রশ্নের জবাবে সোমবার সংসদে অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ ব্যাংকের (RBI) বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালের মার্চ থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত ৫০০ টাকার নোটের মোট মূল্য ছিল ৯.৫১২ লক্ষ কোটি টাকা ও ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল ২৭.০৫৭ লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে একটি RTI মাধ্যমে জানা গিয়েছিল, ভারতে ২০০০ টাকার নোট ছাপানো হয়নি ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ আর্থিক বর্ষে। এর ফলে দেশের সর্বত্র ২০০০ টাকার নোটের সামঞ্জস্য সমান নেই।

money indian rupee a

উল্লেখ্য, ২০১৬ সালের নোট বন্দির সময়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন নোট বাজারে আনা হয়। বিভিন্ন নোটের পাশাপাশি নতুনভাবে আনা হয় ২ হাজার টাকার নোট। তবে ক্রমশ ২ হাজার টাকার নোট বাজার থেকে গায়েব হতে থাকে। এরপর প্রশ্ন উঠতে থাকে তাহলে কি এবার সরকার ২০০০ টাকার নোটও বন্ধ করে দেবে? এই ব্যাপারে যদিও সরকারের তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর