পাকিস্তান নয়, এই দেশে সম্পন্ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি! প্রস্তুত ১৮ সদস্যের ভারতীয় দল, চলে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে সম্পন্ন হবে ICC-র অন্যতম মেগা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। ইতিমধ্যেই এই টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে তুমুল হইচই। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানে টিম ইন্ডিয়া খেলতে যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। এমতাবস্থায়, ভারত চায় এই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে হোক বা অন্য কোনও দেশে আয়োজন করা হোক।

চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) প্রসঙ্গে সামনে এল বড় আপডেট:

এমন পরিস্থিতিতে, রিপোর্টে সামনে আসছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য দু’টি বিকল্প উপলব্ধ রয়েছে। প্রথমটি হল, পাকিস্তান চাইলে হাইব্রিড মডেল মেনে নিতে পারে। দ্বিতীয়ত, ICC পুরো টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করতে পারে। এদিকে, সেখানকার পিচগুলিতে স্পিন বোলারদের আধিপত্য বজায় থাকে। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি সংযুক্ত আরব আমিরশাহীতে হয় সেক্ষেত্রে ভারতীয় দল কেমন হবে সেই বিষয়টি আমরা তুলে ধরব বর্তমান প্রতিবেদনে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু বিতর্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এবার পাকিস্তানকে আয়োজক করা হলেও নিরাপত্তার কারণ দেখিয়ে BCCI সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় দল পাকিস্তান সফর করবে না। পাকিস্তানের তরফে এই ইস্যুতে প্রচুর হইচই হলেও ভারত তার সিদ্ধান্তে অনড় রয়েছে। এখন এটাই দেখার বিষয় যে, ICC শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়।

A big update has come in the context of the ICC Champions Trophy.

চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় সম্পন্ন হবে: এমতাবস্থায়, সবার মনে প্রশ্ন জাগছে এবার কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)? রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি হয়, তাহলে ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় হতে পারে। তবে পাকিস্তান রাজি না হলে পুরো টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত হতে পারে। উভয় পরিস্থিতিতেই প্রতিটি দলের জন্য স্পিন বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলুন, এবার জানা যাক টিম ইন্ডিয়াতে কতজন স্পিন বোলার থাকবেন?

আরও পড়ুন: করেছিলেন সমালোচনা! বিরাটের সেঞ্চুরি দেখে উল্টো সুর পন্টিংয়ের, অস্ট্রেলিয়ার প্লেয়ারদের দিলেন বড় নির্দেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের দল: শুধুমাত্র এশিয়াতেই যদি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) অনুষ্ঠিত হয়, তাহলে ম্যাচগুলিতে স্পিন বোলারদের দাপট দেখা যাবে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ায় কুলদীপ যাদব থেকে শুরু করে রবি বিষ্ণোই, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং আর অশ্বিনকে অন্তর্ভুক্ত হতে পারেন।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে বাজিমাত করলেন ডি মারিয়া! টপকে গেলেন মেসিকেও, গড়লেন বিরাট নজির

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮-সদস্যের টিম ইন্ডিয়া কেমন হবে: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল (সহ-অধিনায়ক), কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর