গোবিন্দ দেবনাথ, আগরতলা, ১ আগস্ট
জীবন সংসারের কাজে ঘরের চার দেওয়ালের মধ্যে সীমায়িত ছিল জীবন। আজ বৃদ্ধ বয়সে সেই মাকে সঙ্গে নিয়ে ভ্রমণে বেড়িয়ে পড়লেন পুত্র। উদ্দেশ্য একটাই ভারতবর্ষের প্রতিটি শহর গ্রাম ঘুরে দেখানো। সেখানকার মানুষদের সঙ্গে পরিচিতি লাভ। মাতৃসেবা সংকল্প যাত্রা নামে এই ভ্রমণ শুরু করেছে মা ও ছেলে। স্কুটারে চেপে মাকে নিয়ে বেড়িয়ে পড়েছেন ভারত ভ্রমণে। এক রাজ্য থেকে আরেক রাজ্য ঘুরে বেড়াচ্ছেন মা ও ছেলে। এখনো পর্যন্ত ১ বছর ৭ মাসের ভ্রমণে প্রায় ৪২ হাজার ৩৯০ কিলোমিটার পাড়ি দিয়েছেন দুজনে।
ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছেন পার্বতী রাজ্য ত্রিপুরার রাজধানী শহর আগরতলায়। কর্ণাটক থেকে কেএ-০৯এক্স- ৬১৪৩ নম্বরের স্কুটারে চেপে তারা ভ্রমণ অব্যাহত রেখে চলেছেন। ২০১৮ সালের ১৬ জানুয়ারি থেকে এই ভ্রমণ শুরু করেছেন বলে জানান পুত্র ডি কৃষ্ণ মূর্তি।
১৮ টি রাজ্য ঘুরেছেন। নেপাল ও ভূটান ঘুরে দেখেছেন। ২০ বছর পুরনো পিতার দেওয়া স্কুটারে করে এই ভ্রমণে বেরিয়েছেন তারা। আগামী দিনে এভাবে ফের নিজ বাসস্থানে ফিরে যাবেন দুজনে। পুত্রের সঙ্গে রয়েছে মা চূরারত্না। ছেলের কাজের পর জমানো অর্থ দিয়েই এই ভ্রমণ বলে জানান তারা।