বাংলাহান্ট ডেস্কঃ স্বর্ণ মন্দিরে (Golden Temple) ঢুকে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে (Guru Granth Sahib) অসম্মানের চেষ্টা! অভিযুক্তকে পিটিয়ে মারল পাঞ্জাবের (panjab) উন্মত্ত জনতার। ঘটনার তীব্র নিন্দা করে পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সং চান্নি।
সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় এক ভাইরাল হওয়া ভিডিও নিয়ে উত্তেজনা ছড়িয়েছে পাঞ্জাবে। যেখানে দেখা যায়, শনিবার রেলিং টপকে অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রবেশের চেষ্টা করে এক বছর ২৫-র যুবক। শুধু তাই নয়, হাতে তলোয়ার তুলে নিয়ে পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে অপবিত্র করার চেষ্টা করে সেই যুবক। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে নিরাপত্তারক্ষীরা।
এখানেই শেষ নয়, এরপর ওই যুবককে মন্দির কমিটির অফিসের হাতে তুলে দেওয়া হয়। আর এই খবর শুনে সঙ্গে সঙ্গেই সেখানে জড়ো হয় অনেক মানুষ। উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে ওই যুবককে মারধোর শুরু করে। মারতে মারতে সেই যুবককে পিটিয়ে মেরেই ফেলে উত্তেজিত জনতা। ঘটনার খবর কানে যায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরও।
https://twitter.com/CMOPb/status/1472247250025783302?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1472247250025783302%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnational%2Fman-lynched-to-death-after-trying-to-sacrilege-guru-granth-sahib-at-golden-temple-dmg-706455.html
এই বিষয়ে ঘটনার নিন্দা জানিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে। ঘটনার সত্যতা যাচাই করতেও বলা হয়েছে। এবিষয়ে আবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে ট্যুইটে লেখা হয়, ‘মন্দির পরিচালন কমিটির সভাপতিকে ফোন করে ঘটনার তদন্ত করে প্রকৃত বিষয়টা খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন মুখ্য্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি’।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিকেলে ওই যুবক মন্দিরে ঢুকেছিলেন। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে রবিবার।