টিকটকের ভিডিওর জন্য পুড়িয়ে ফেলল জাতীয় পতাকা, গ্রেপ্তার লখনউয়ের এক নাবালক

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ টিকটক (Tiktok) বর্তমানে তরুণ প্রজন্মের কাছে খুবই পছন্দের একটি অ্যাপলিকেশন। এই টিকটকে বিভিন্ন তরুণ তরুণীরা তাঁদের বিভিন্ন রকম ভিডিও আপলোড করে আনন্দিত হয়। কিন্তু লখনউয়ে (Lucknow) এই টিকটক ভিডিও করা নিয়ে ঘটে গেল এক নক্কার জনক ঘটনা।

গ্রেপ্তার করা হল কয়েকজন তরুণ তরুণীকেও। ২১ শে জুন রবিবারের এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে নেট জনতা। এমনকি তাঁদের বিরুদ্ধে  রাষ্ট্রদ্রোহিতার মামলাও করা হয়েছে।

পুড়িয়ে দেয় জাতীয় পতাকা
ঘটনাটি ঘটেছে লখনউ-এর বাজারখালায় রবিবার রাত নটায়। সেখানে রবিকান্ত নামে এক ব্যক্তি তিকাইত রাই তালাবের কাছ থেকে সাইকেল চালিয়ে যাওয়ার সময় দেখেন বেশ কয়েকজন তরুণ তরুণী ভারতের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে টিকটক ভিডিও করছে। এই ঘটনা দেখা মাত্রই তিনি প্রতিবাদ জানায় এবং স্থানীয় থানায় খবর দেন, জানালেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অনিল কুমার যাদব।

গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের
এই দেশবিরোধী কাজের অভিযোগের ভিত্তিতে ওপিন্দিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শোনা গিয়েছে, সমাজবাদী পার্টির প্রাক্তন নেতার ভাগ্নে হল এই ওপিন্দিয়া। কিন্তু পরবর্তীতে তা অস্বীকার করেছে। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে 124(A), 153(A), 504, 505(1)(B)(2), 352, 325, 506 ধারায় মামলা দায়ের করেছে।

টিকটক অ্যাপ
প্রায়শই অল্প বয়সী যুবক যুবতীরা টিকটক ভিডিওতে তাঁদের প্রতিভার প্রকাশ ঘটায়। নিজেদের আনন্দের জন্য তারা এই চীন দেশের টিকটক অ্যাপ বহুল পরিমাণে ব্যবহার করে। কিন্তু বর্তমানে ভারত চীনের এই বিবাদের মধ্যে চীনা বিরোধী মনভাবে সোচ্চার হয়েছে ভারতের মানুষজন।

সম্পর্কিত খবর

X