খাস কলকাতা থেকে ১ কোটি টাকা সহ গ্রেফতার যুবক, নির্বাচনের পূর্বেই উত্তেজনা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কলকাতা পুরভোট। দিকে দিকে চলছে প্রাক নির্বাচনী প্রস্তুতি। এরই মধ্যে খাস কলকাতা (kolkata) থেকে এক কোটি টাকা-সহ গ্রেফতার করা হল এক  যুবককে। কোথা থেকে আর কিভাবে এল এত টাকা, তা নিয়ে তদন্ত চলছে। কেনই বা এত টাকা নিয়ে সে ঘোরাঘুরি করছিল, সব নিয়েই হচ্ছে প্রশ্ন।

সামনেই রয়েছে কলকাতা পুরনির্বাচন। আর তার আগেই এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে সর্বত্র। বড়সড় কোন হামলার পরিকল্পনা থেকে দুর্নীতি- সন্দেহের তালিকা থেকে কিছুই বাদ রাখছে না বিশেষজ্ঞরা। নির্বাচনের কথা মাথায় রেখেই চলছে তদন্তের কাজ।

arrest

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অ্যাসেম্বলি অফ গড চার্জ (Assembly of God Church) চত্বরে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ। আর সেখানে হানা দিতেই মেলে দারুণ সাফল্য। পুলিশের হাতে পাকড়াও হয় এক সন্দেহভাজন যুবক, যার ব্যাগ ভর্তি ছিল টাকায়।

প্রথমটায় ওই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে কোন সদুত্তর পাওয়া যায় না। তারপর তাঁর ব্যাগ থেকে প্রচুর টাকা উদ্ধার করা হয়। জানা গিয়েছে ওই যুবকের কাছে ছিল এক কোটি টাকা। কোথা থেকে এতো টাকা এল, প্রশ্ন করলেও কোন সদুত্তর দিতে পারেনি ওই যুবক। যার কারণেই ওই রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে তদন্ত চলছে কোথা থেকে এত টাকা এল ওই ব্যক্তির কাছে এবং তিনি এতো টাকা নিয়েও বা কি করছিলেন।

Smita Hari

সম্পর্কিত খবর