পাকিস্তানে মিনিবাস আর ট্রেনের ভয়ানক টক্করে মৃত ২৯ জন শিখ তীর্থযাত্রী! আহত আট

বড় খবরঃ পাকিস্তান (Pakistan) থেকে এক বড়সড় দুর্ঘটনার খবর আসছে। পাকিস্তানের শেখপুরায় (Sheikhupura) একটি ট্রেন আর মিনিবাসের সংঘর্ষে কমপক্ষে ২৯ জন শিখ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা ANI অনুযায়ী, এই দুর্ঘটনায় আট জন শিখ তীর্থযাত্রী আহতও হয়েছেন। শোনা যাচ্ছে যে, এই দুর্ঘটনা ননকানা সাহিবের (Nankana Sahib) পাশে গেট ছাড়া রেলক্রসিংয়ে হয়েছে। পাকিস্তানের রেল মন্ত্রালয় এই ঘটনার কথা স্বীকার করেছে।

পাকিস্তানের রেল মন্ত্রালয় দ্বারা বয়ান জারি করে বলা হয়েছে যে, রেলওয়ে আর জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকার্য চলছে। দুর্ঘটনায় মৃত শিখ তীর্থযাত্রীদের দেহ উদ্ধার করা হচ্ছে। আর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একটি মিনিবাসে করে শিখ তীর্থযাত্রীরা ননকানা সাহিব থেকে ফিরছিলেন।

পাকিস্তানের সংবাদ সংস্থা ডন অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের শেখপুরা জেলার পুলিশ অফিসার গাজী সালাউদ্দিন বলেন, এই ঘটনা শেখপুরার ফরিদাবাদের। করাচি থেকে লাহোর যাওয়া শাহ হুসেইন প্যাসেঞ্জার ট্রেন একটি মিনিবাসে ধাক্কা মারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর