‘বাংলার গর্ব’ তকমা দিয়ে বাইকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি, নজর কাড়ছেন রায়গঞ্জের ব্যবসায়ী

বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) ! বর্তমান দিনে দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে নামটা কারও অজানা নয়। একের পর এক মামলার দেওয়া রায় তাকে আইকন করে তুলেছে সমাজের চোখে । সোশাল মিডিয়া তার ভক্তের ভিড়ে ছেয়ে গেছে, নেট মাধ্যমে তার অনুগামীদের দ্বারা ফ্যান পেজও খোলা হয়েছে । আর এবার স্বয়ং বিচারপতির ছবি বাইকে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক। কিন্তু কেন?

সম্প্রতি দেখা গিয়েছে রায়গঞ্জের (Raiganj) রবীন্দ্রপল্লির এক বাসিন্দা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) ছবি বাইকে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পেশায় ওই ব্যাক্তি একজন ব্যবসায়ী (Businessman)। নাম সুজন তরফদার (Sujan Tarafder)।

বাইকে শুধু বিচারপতি ছবিই নয়, সেখানে তাকে ‘বাংলার গর্ব’ হিসেবেও চিহ্নিত করেছেন সেই ব্যাক্তি । বাংলার মাটিতে দাঁড়িয়ে একের পর এক জমে থাকা মামলার জট খুলতে উদ্যত বিচারপতি গঙ্গোপাধ্যায়। হুইসেল ব্লোয়ার থেকে শুরু করে সমাজের আইকন, ইতিমধ্যেই এই তকমা গুলো জুড়েছে তার নামের সঙ্গে। অনেকের কাছে আবার সমালোচনার পাত্র হয়ে উঠেছেন তিনি। কিন্তু কোনো অবস্থাতেই তিনি থেমে যাননি। নিজ লক্ষ্যে অবিচল বিচারপতি। আর এবার তার সাহসিকতাকে মনে প্রাণে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছেন রায়গঞ্জের সেই ব্যবসায়ী। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পোস্টারে তারকাদের ছবি তো আমরা আকসার দেখে থাকি, তবে এবার সেই জায়গা তৈরী করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি।

এ প্রসঙ্গে সেই ব্যবসায়ী সুজন তরফদারের জানায় , “বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে বিচারব্যবস্থার প্রতি আস্থা ফিরেছে মানুষের মনে। তাকে দেখলেই বোঝা যায়, এখনও কিছু লোক আছেন, যারা সৎ, নির্ভীক এবং সাহসী। তাই তার ছবি আমি ‘বাংলার গর্ব’ বলে বাইকে লাগিয়েছি।” তিনি আরও বলেন, “আমি বার্তা দিতে চাই, যিনি আমাদের জন্য এতটা করছেন, তার প্রতি মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, প্রয়োজনে পথে নামা উচিত, তার প্রতি অখণ্ড ভালোবাসা দেখানো উচিত।”

প্রসঙ্গত সম্প্রতি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিভিন্ন নির্দেশকে ঘিরে শোরগোল পরে গেছে বঙ্গ রাজনীতিতে। দীর্ঘ দিন পর জনগণের আস্থা ফিরেছে রাজ্যের বিচার ব্যবস্থায়, এমন অবস্থায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাহসিকতার প্ৰতি শ্রদ্ধা ও কুর্নিশ জানাতেই বিচারপতির ছবি লাগিয়েছেন বলে দাবি করেন রায়গঞ্জের এই ব্যবসায়ী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর