লকডাউনে ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান বাতিল করে অনাথ শিশুদের খাদ্য সংস্থান করলেন এক ব্যবসায়ী

বাংলাহান্ট ডেস্কঃ করোনার লকডাউনের (Lockdown) মধ্যে অনাথ শিশুদের (Orphans) মুখে অন্ন তুলে দিলেন কাঁথি শহরের তরুণ ব্যবসায়ী সঞ্জয় জানা। নিজের প্রথম সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান বাতিল করে, সেই অর্থ দিয়ে এই সংকটের সময় প্রায় ১৫০-এর বেশি অনাথ শিশুদের সাহায্য করলেন।

facebook 1585458234879

করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশ জুড়ে চলছে লকডাউন অবস্থা। এই সময় খাদ্য সংকটে পড়েছে বহু মানুষ। বিভিন্নভাবে সাহায্যও করা হচ্ছে সেইসব মানুষদেরকে। এবার এই লকডাউনের সময়ে সঞ্জয় জানা নিজের ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান বাতিল করে, সেই অন্ন তুলে দিলেন পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের শিশুদের মুখে। লকডাউনের জেরে অনুষ্ঠান না করতে পারায়, অনাথ শিশুদের সাহায্য করলেন তিনি।

ওই অনাথ আশ্রমের আশ্রমের কর্ণধার বলরাম করন জানান, ১৯৯৫ সালে মাত্র ২ জন অনাথা শিশু নিয়ে এই আশ্রমের সূচনা করেছিলনে। তবে বর্তমানে সেখানে ১৫০-এরও বেশি শিশু রয়েছে। এতদিন ধরে তিনি কোনোরকম সরকারী সাহায্য ছাড়াই এই অনাথ শিশুদের অন্ন-বস্ত্র-বাসস্থানের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই মহামারির কারণে লকডাউন হওয়ায় তিনি অনেক সমস্যায় পড়ে যান। এই সময় হঠাৎই সঞ্জয় বাবুর আগমনে তিনি মনে ভরসা ফিরে পান।

image 2 4

রবিবার ছেলের অন্নপ্রাশনের আয়োজন বাতিল করে সঞ্জয় বাবু শনিবার দিন কাকা প্রভাস জানা ও পিসেমশাই মানসরঞ্জন গিরিকে সঙ্গে নিয়ে ওই আশ্রমে যান। এবং সঙ্গে করে ম্যাটাডোর ভর্তি করে চারবস্তা চাল, দু’বস্তা আলু, একবস্তা পেঁয়াজ, আধবস্তা ডাল, তেল, সয়াবিন ও অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে যান অনাথ বাচ্চাদের জন্য। আশ্রমে পৌঁছে কর্ণধার বলরাম করনের মেয়ে ময়না করনের হাতে ওই খাদ্য সামগ্রী তিনি তুলে দেন।


Smita Hari

সম্পর্কিত খবর