বাংলা হান্ট ডেস্ক: ভাগ্যের ফেরে কে যে কখন কোটিপতি হয়ে যাবেন তা কেউই বলতে পারে না। এমনিতেই, বর্তমান সময়ে লটারির (Lottery) ওপর ভর করে অনেকেই কোটি টাকা জিতছেন। প্রায়শই এই ধরণের খবর উঠে আসে খবরের শিরোনামে। পাশাপাশি, এই ঘটনা এক লহমায় বদলে দেয় বিজেতাদের জীবনও। সেই রেশ বজায় রেখেই ফের একবার এই ঘটনা সামনে এসেছে।
জানা গিয়েছে, এবার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন হুগলির (Hooghly) পাণ্ডুয়ার (Pandua) এক মাংস বিক্রেতা। আব্দুল কাশেম নামের ওই ব্যক্তির বাড়ি হল পাণ্ডুয়ার রামেশ্বরপুরে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায়শই লটারির টিকিট কাটতেন আব্দুল। এমনকি, একটানা ১০ বছর যাবৎ ভাগ্য ফেরানোর চেষ্টা করছিলেন তিনি।
এমতাবস্থায়, গত বৃহস্পতিবার এক স্থানীয় লটারি বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকার লটারির টিকিট কেটেছিলেন আব্দুল। আর ওই টিকিটই ভাগ্য ঘুরিয়ে দেয় তাঁর। আব্দুল জানতে পারেন যে, সরাসরি কোটি টাকা জিতে গিয়েছেন তিনি। যা শুনে আব্দুল রীতিমতো অবাক হয়ে যান।
জানিয়ে রাখি যে, এর আগেও লটারির টিকিটে অল্প কিছু টাকা জিতেছিলেন আব্দুল। যদিও, এই বিপুল অর্থলাভের কাছে সেগুলি কিছুই ছিল না। এদিকে, রাতারাতি কোটিপতি হয়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন সর্বত্র। এমনকি, খবরের শিরোনামেও উঠে এসেছেন তিনি।
এই প্রসঙ্গে লটারি জেতার আনন্দে আব্দুল হাসি মুখে জানান যে, ‘‘এই টাকার কিছু অংশ এবার ব্যবসার কাজে লাগাব। পাশাপাশি, নতুন কোনো ব্যবসাও শুরু করব। এছাড়াও, নিজের খুশি মত কিছু টাকা দান করব। আর বাকি যা টাকা থাকবে তা ছেলেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে দেব।’’