বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ইভিট শুধু যে ফাইনালেই 53 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তাই নয় একইসঙ্গে সেমিফাইনাল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন তিনি। গোটা টুর্নামেন্ট জুড়ে 289 রান এবং দুটি হাফ সেঞ্চুরির দৌলতে তার হাতেই ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার তুলে দিয়েছেন বিচারকরা।
বিশ্বকাপ শুরুর আগে অবশ্য সেভাবে ফর্মে ছিলেননা অস্ট্রেলিয়ার এই কিংবদন্তী ব্যাটসম্যান। শুধু তাই নয় আইপিএলে নিজের দল থেকেও বাদ দিয়ে দেয়া হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। এমনকি শুরুতে অস্ট্রেলিয়ার দলেও তাকে রাখতে চাননি অনেকেই। কিন্তু সেই সময় তার পাশে দাঁড়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ম্যাচের পর প্রেস কনফারেন্সে নিজেই তিনি জানিয়েছেন এ কথা। কার্যত তার কথাতেই 35 বছর বয়সী ওয়ার্নারকে দলে জায়গা দিয়েছিলেন নির্বাচকরা।
প্রেস কনফারেন্সে ফিঞ্চকে সাংবাদিকরা প্রশ্ন করেন, চূড়ান্ত অফ ফর্মে থাকা ওয়ার্নারের উপর কিভাবে ভরসা রাখলেন তিনি? তিনি বলেন, “আপনি কি এটা আশা করেননি (ওয়ার্নারের ভালো পারফরম্যান্স)? আমি অবশ্যই করেছি। মিথ্যে কথা না বলে, আমি আপনাকে বলি যে, কয়েক মাস আগে আমি (কোচ) জাস্টিন ল্যাঙ্গারকে ফোন করে বলেছিলাম, ‘ডেভিকে চিন্তা করবেন না, ওই হবে টুর্নামেন্টের সেরা।”
একই সঙ্গে তিনি এও জানান তার মতে অ্যাডাম জাম্পা দুর্দান্ত বল করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে তার মতে এই ম্যাচের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। তিনি আরও বলেন, ওয়ার্নার একজন দুর্দান্ত খেলোয়াড়, তিনি একজন ফাইটার।