ফের দুর্ঘটনার শিকার শুভেন্দু, বিরোধী দলনেতার কনভয়ের গাড়িকে পিষে দিল লরি

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি (Bharatiya Janata Party) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অতীতেও একাধিকবার দুর্ঘটনার মুখোমুখি হয় শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি। এদিন ফের একবার সেই একই ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদা এলাকা। বিগত কয়েক মাসের মধ্যে পরপর এহেন ঘটনা ঘটার পিছনে রহস্য কি, তা কেন্দ্র করেই বর্তমানে একের পর এক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

সূত্রের খবর, এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বেতালিয়া থানা সংলগ্ন মারিশদা এলাকায় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়কের কনভয়ের একটি গাড়ি। এ ঘটনায় অবশ্য শুভেন্দুর গাড়ির কোন ক্ষতি হয়নি। দুর্ঘটনার জেরে তাঁর কনভয়ের মাঝের একটি গাড়ি ভেঙেচুরে গিয়েছে বলে খবর সামনে এসেছে।

   

সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন পূর্ব মেদিনীপুরের মারিশদা এলাকায় ১১৬ বি জাতীয় সড়ক দিয়ে শুভেন্দুর কনভয় যাওয়ার সময় আচমকাই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় কলকাতার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন বিজেপি নেতা। কিন্তু সেই সময় কনভয়ের মাঝে থাকা একটি গাড়িকে এসে সজোরে ধাক্কা মারে অপর একটি লরি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভর্তি সেই গাড়িটির চাকা মুহূর্তের মধ্যেই ভেঙে যায়।

সূত্রের খবর, লরিটি ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে কি কারণে এই দুর্ঘটনা, সে প্রসঙ্গে এখনো পর্যন্ত স্পষ্ট কোন ধারণা মেলেনি। এই ঘটনায় জখম হয়েছে গাড়ির চালক। দুর্ঘটনা প্রসঙ্গে মারিশদা থানার ওসি জানান, “এ দুর্ঘটনাটি কি কারণে ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। তদন্ত শুরু করা হয়েছে। লরিচালককে জিজ্ঞাসা করার জন্য ডেকে পাঠানো হয়েছে। যদি কোন রকম ষড়যন্ত্রের প্রমাণ মেলে, তবে আমরা যথার্থ পদক্ষেপ নেব।”

Untitled design 2022 07 01T145148.999

উল্লেখ্য, গত মাসে এই মারিশদা এলাকাতেই দুর্ঘটনার মুখোমুখি হয় শুভেন্দু অধিকারীর কনভয়। সেই সময় একটি ট্রাক এসে ধাক্কা মারে কনভয়ের গাড়িতে। তবে শুভেন্দুর কনভয়ের গাড়িই কেন বারংবার দুর্ঘটনার শিকার হয়ে চলেছে, তা ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধতে শুরু করেছে। এক্ষেত্রে লরিচালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কোনো চাঞ্চল্যকর তথ্য সামনে আসে কিনা, সে দিকে তাকিয়েই সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর