১৯ তারিখ ডেডলাইন! দিঘার জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, বড় নির্দেশ আদালতের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ধুমধাম করে উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। মন্দির উদ্বোধনের আগে থেকেই চলছে বিতর্ক। আর এবার সেই বিতর্কের জল গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। দিঘার জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে মামলা | Calcutta High Court

আদালতে মামলাকারী আইনজীবী কৌস্তভ বাগচীর আবেদন, ট্রাস্টে অনুদান দিলে, সেই ঠিকানা হিডকো অফিসের দেখানো হচ্ছে। সরকার মন্দির গড়তে পারে কিনা সেই প্রশ্ন তোলেন কৌস্তভ। তাঁর কথায়, অনুদান দিলে ইনকাম ট্যাক্স ছাড়ের কথা বলা হচ্ছে? এই বিষয়ে উপযুক্ত তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। ১৯ তারিখের আগে মামলা তালিকাভুক্ত করার নির্দেশ।

আরও পড়ুন: ‘সন্দেহজনক’ কার্যকলাপে জড়িত? উত্তেজক পরিস্থিতির মাঝেই দিল্লিতে সরানো হল পাকিস্তানি কর্মীকে

সরকার সরকারি টাকায় মন্দির তৈরি করতে পারে কী না সেই নিয়ে বিরোধীরা বারে বারে প্রশ্ন করে। সরকারি টাকায় মন্দির হয়না বলে দিঘার জগন্নাথ মন্দিরকে মন্দির বলেও মানতে চায়না বিজেপি। এবার সেই বিতর্ক গিয়ে ঠেকল হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, ভারতের সংবিধান কাউকে মন্দির তৈরির নির্দেশ দেয়নি। সরকার সরকারি টাকায় মন্দির তৈরি করতে পারে কী?

প্রসঙ্গত, নবান্নে সাংবাদিক বৈঠকে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয়া ট্রাস্টি বোর্ড গঠনের বিষয় বলেন। এরপর মন্ত্রীসভার বৈঠকে ওই ট্রাস্টি বোর্ড গঠনের বিষয়টি পাশ করানো হয়।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs

ট্রাস্টি বোর্ডে ছিলেন মুখ্যসচিবের নেতৃত্ব মোট ১১ জন অফিসার, ইসকন, কালীঘাট মন্দির, পুরীর জগন্নাথদেবের মন্দির, রামকৃষ্ণ মিশনের একজন করে প্রতিনিধি-সহ মোট ২৭ জন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X