তদন্তের নামে হেনস্থার অভিযোগ! এবার খোদ পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা! তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বহুক্ষেত্রে বিচারপতির ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে। এবার যেমন তদন্তের নামে পুলিশি হেনস্থার অভিযোগ তুলে উচ্চ আদালতে মামলা দায়ের করা হল। জাস্টিস তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে এই মামলা করা হয়েছে।

পুলিশের ‘অতিসক্রিয়তা’র বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) মামলা!

মার্চের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। শিক্ষামন্ত্রীকে হেনস্থা, তাঁর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা মন্ত্রীর গাড়িতে এক ছাত্রকে ‘পিষে’ দেওয়ার অভিযোগ আনা হয়।

ইতিমধ্যেই এই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। গত শুক্রবার উচ্চ আদালতে সেই মামলার শুনানি চলাকালীন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) নিরাপত্তায় বড়সড় গাফিলতি ছিল বলে দাবি করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার তাঁর এজলাসেই যাদবপুরকাণ্ডের তদন্তের নামে পুলিশি হেনস্থার অভিযোগ তুলে মামলা দায়ের করা হল।

আরও পড়ুনঃ বাংলায় ছেয়ে যাচ্ছে অবৈধ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম! সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ

জানা যাচ্ছে, পুলিশের (Police) বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে এই মামলা দায়ের করেছেন উদ্দীপন কুণ্ডু নামের এক এসএফআই সমর্থক ছাত্র। তাঁর দাবি, যাদবপুরের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠানো হচ্ছে। গত ৭ মার্চ তাঁদের ডেকে পাঠানো হয়েছিল। সেদিন তাঁদের কাছ থেকে মোবাইল ফোন চাওয়া হয় বলে অভিযোগ। তাঁরা তাতে আপত্তি জানান। এরপরেও তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে।

Calcutta High Court

সোমবার ফের তাঁদের তলব করা হয়েছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় তদন্তের নামে পুলিশি হেনস্থার অভিযোগ তুলে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা হল মামলা। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন উদ্দীপন নামের ওই এসএফআই সমর্থক ছাত্র। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর