অনুমতি থাকলেও রুফটপ রেস্তোরাঁ ভাঙছে পুরসভা, এবার বিরাট পদক্ষেপ মালিকদের!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বড়বাজার অগ্নিকাণ্ডের রেশ এখনও টাটকা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক। গত মঙ্গলবার সন্ধ্যায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তখন জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে দিঘায় ছিলেন। বৃহস্পতিবার কলকাতায় ফিরেই ঘটনাস্থল পরিদর্শনে যান ও বেশ কিছু কড়া নির্দেশ দেন তিনি। এরপর থেকেই শহরে একাধিক রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) ভাঙা শুরু করেছে পুরসভা। এবার সোজা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন মালিকরা। সোমবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।

হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ রুফটপ রেস্তোরাঁর মালিকরা!

গত বৃহস্পতিবার বড়বাজারের ঘটনাস্থল পরিদর্শনের পর আচমকাই পার্ক স্ট্রিটে হাজির হন মুখ্যমন্ত্রী। দেখা যায়, ঘিঞ্জি এলাকায় পরপর মজুত গ্যাস সিলিন্ডার। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।

মমতা বলেন, ‘আমার কাছে পাকা খবর ছিল বলে আমি এসে দেখে গেলাম। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের দমকলমন্ত্রী ও কলকাতায় মেয়র এবার বৈঠকে বসবেন। ওদের ডাকা হবে’।

আরও পড়ুনঃ নিজ গড়েই ধরাশায়ী BJP! ৬৫টি আসনে জয়ী তৃণমূল, ২টি আসন পেল গেরুয়া শিবির

যেমন কথা তেমন কাজ! বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাগমা বিল্ডিং কেবল নয়, শহর কলকাতার নানান প্রান্তে তৈরি বিভিন্ন রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গত কয়েকদিনে তিলোত্তমার একাধিক রুফটপ রেস্তোরাঁ ভাঙতে উদ্যোগী হয়েছে কেএমসি (Kolkata Municipal Corporation)। বহু রেস্তোরাঁ ভাঙাও হয়েছে। এই পরিস্থিতিতে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন মালিকদের একাংশ।

Calcutta High Court

তাঁদের বক্তব্য, সব ধরণের অনুমতি নিয়ে নিয়ম মেনে রেস্তোরাঁ চালানোর পরেও সেটা ভেঙে দেওয়া হচ্ছে। এই মর্মে উচ্চ আদালতে (Calcutta High Court) মামলা দায়ের করার আর্জি জানান রেস্তোরাঁ মালিক সংগঠন। বিচারপতি কান্ত সেই অনুমতি দিয়েছেন। দুপুর ২টো নাগাদ শুনানি হওয়ার কথা রয়েছে বলে খবর। হাইকোর্টের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X