বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার থেকে শিরোনামে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad Violence)। সেদিনের দুপুরের পর থেকেই সামশেরগঞ্জের পরিস্থিতির অবনতি হতে শুরু করে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার এই ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হল একটি মামলা।
মুর্শিদাবাদ কাণ্ডের জল গড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি!
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শশাঙ্কশেখর ঝা নামের একজন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তাঁর আবেদন, মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্ত হওয়া উচিত। সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে এই বিষয়ে বিশেষ তদন্তকারী দল তথা সিট গঠন করে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের আর্জি জানানো হয়েছে।
এর পাশাপাশি ওয়াকফ আইন নিয়ে যাতে অশান্তি না হয়, সেই বিষয়ে আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী। মুর্শিদাবাদ (Murshidabad) তথা রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ বড় মোড়! ‘আন্তর্জাতিক মানের’ আইনজীবী আসছে DA মামলায়, কে তিঁনি? সুপ্রিম কোর্টে বিরাট আপডেট
উল্লেখ্য, শুক্রবার দুপুরের পর থেকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এরপর তেতে ওঠে সুতি, ধুলিয়ান সহ বেশ কিছু এলাকা। সোমবার সামশেরগঞ্জের একাংশে নতুন করে উত্তেজনার খবর সামনে আসে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপস্থিতিতেই হামলার কথা জানা যায়।
এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম অবশ্য জানান, নতুন করে কোনও অশান্তি হয়নি। তবে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও অবধি ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে কোনও গুজবে কান না দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
অশান্ত মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার এই জল গড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। বিশেষ তদন্তকারী দল গঠন করে আদালতের নজরদারিতে এই অশান্তির ঘটনার তদন্তের আবেদন জানানো হয়েছে। এই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালতে কী হয় আপাতত সেদিকেই নজর সকলের।