বাংলা হান্ট ডেস্কঃ টলিউড (Tollywood) অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen) সোমবার প্রেস ক্লাবের একটি অনুষ্ঠান থেকে বাংলায় বিএসএফ-র (Border Security Force) ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়েছিলেন। আর এবার অপর্ণা সেনের বিএসএফ বিরোধিতার জেরেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ওনার বিরুদ্ধে দায়ের হল মামলা। কলকাতা হাইকোর্টে দায়ের মামলার জেরে বিপাকে পড়তে পারেন অভিনেত্রী।
উল্লেখ্য, সোমবার প্রেস ক্লাব থেকে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অপর্ণা সেন বলেছিলেন, ‘মিলিটারিদের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে উঠছি। এমনিতেই তাঁদের যা অবস্থা, তাতে করে এখন যদি বিএসএফের এলাকা আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাঁদের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সীমান্ত এলাকার মানুষেরা যাতে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করে খেতে পয়ারেন, সেটা রাজ্য সরকারকে দেখতে হবে’।
অভিনেত্রীর এই মন্তব্যের জেরে চারিদিকে তুমুল সমালোচনা হয়েছে। এমনকি ওনাকে নানান কটাক্ষের শিকার হতে হয়েছে। আর এবার তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হল হাইকোর্টে। অভিনেত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। উনি অপর্ণা সেনকে ওনার করার মন্তব্যের জেরে ক্ষমা চাইতেও বলেছেন।
অভিনেত্রীর এই মন্তব্য হিংসার উস্কানি বলে দাবি করেছেন অনির্বাণবাবু। তিনি জানিয়েছেন, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি যদি এমন মন্তব্য করেন, তাহলে সাধারণ মানুষ সীমান্ত সুরক্ষা বাহিনীর উপর থেকে আস্থা হারাবে। যারা দিনরাত সীমান্তে পাহারা গিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, তাঁদের বিরুদ্ধে এহেন মন্তব্য সহ্যনিয় নয়। অনির্বাণবাবু অভিনেত্রী অপর্ণা সেনের কাছে আগামী সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেছেন।