আদিবাসী পরিচারিকাকে ‘ধর্ষণে’র অভিযোগ তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে, দায়ের হল মামলা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ এবার আদিবাসী নাবালিকা পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে উঠল গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতে।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ সূত্রধরের বাড়িতে প্রায় ২ বছর ধরে পরিচারিকার কাজ করছিল ওই নাবালিকা। আদিবাসী ওই নাবালিকা রাঙ্গালিবাজনা এলাকার বাসিন্দা ৷

নির্যাতিতা নাবালিকার অভিযোগ, উপপ্রধান ২ বছর ধরে বারবার তাকে ধর্ষণ করেছেন ৷ আজ থানায় লিখিত অভিযোগ করার পরই এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল উপপ্রধানের ‘কুকীর্তি’কে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা লুঠতে রাস্তায় নেমেছে বিরোধী বিজেপিও।

বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় বলেন, “রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। অথচ পুলিশ দোষীদের গ্রেফতার করছে না৷” রাজু বন্দোপাধ্যায় নেতৃত্বে এদিন মাদারিহাট থানায় বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী এঘটনায় বলেন, “অভিযুক্ত যদি দোষী সাব্যস্ত হয় তা হলে অবশ্যই সাজা পাবেন৷ আইন আইনের পথে চলবে ৷” ঘটনায় থানায় লিখিত অভিযোগ  জানিয়েছে ওই নির্যাতিতা আদিবাসী নাবালিকা পরিচারিকা৷ এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত উপপ্রধান পলাতক ৷

সম্পর্কিত খবর

X