ভোট প্রচারে বেরিয়ে বিপাকে মিঠুন, উস্কানিমূলক মন্তব্যের মামলা দায়ের মহাগুরুর নামে

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে এসে বিপাকে পড়লেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। উস্কানিমূলক মন্তব্য করায় মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হল মহাগুরুর নামে। গত ৬ ই মে মিঠুন চক্রবর্তী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে থানায় অভিযোগ দায়ের করেন বাংলা সিটিজেন্স ফোরামের মৃত্যুঞ্জয় পাল।

সরাসরি বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম না থাকলেও, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন বাংলা বিনোদন জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী। তারপর থেকে একাধিক জায়গায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার, জনসভা, রোড শোতে ঝড় তোলেন মহাগুরু। বাঁধ ভাঙা মানুষের ভিড় উপছে পড়ে তাঁর প্রতিটি সভায়।

856416 mithun chakraborty

মহাগুরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি। বেশ কয়েকটি তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি’। আবার শীতলকুচির ঘটনার পর তিনি বলেছিলেন, ‘শীতলকুচিতে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। মৃতদের আমি প্রণাম জানাই’। সেখান থেকেই তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেছিলেন, ‘কেন উস্কানি দিয়ে চার জন মায়ের কোল খালি করা হল?’

মহাগুরুর এই সমস্ত মন্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করলেন বাংলা সিটিজেন্স ফোরামের মৃত্যুঞ্জয় পাল। তাঁর দাবি, সাধারণ সিনেমার বক্ত্যব্য নয় এগুলো। উত্তেজনামূলক প্ররোচনা ছড়ায় এই সমস্ত মন্তব্য। তাঁর এই মামলার ভিত্তিতেই পুলিশের কাছে রিপোর্ট চাইল শিয়ালদহ-র এসিজেএম আদালত। ১ লা জুন পরবর্তী শুনানির দিন ধার্য করে এই সময়ের মধ্যে পুলিশকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর