দুর্নীতি ঢাকতেও চুরি! ‘তথ্যপ্রমাণ’ লোপাটের অভিযোগ মুখ্যসচিবের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ আদালতের

বাংলা হান্ট ডেস্ক : আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তারপর থেকেই তোলপাড় দিল্লির রাজ্য রাজনীতি। আর এবার তো অভিযোগ খোদ দিল্লির মুখ্যসচিব (Chief Secretary) এবং তার অধীনস্থ এক আধিকারিকের বিরুদ্ধে। দুর্নীতির প্রমাণ লোপাটের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ডের আলমোরার একটি আদালত (Court)।

AAP প্রধান গ্রেফতার হতেই তোলপাড় শুরু হয়েছে দিল্লিজুড়ে। আর এবার তালিকায় যোগ হল দিল্লির মুখ্যসচিব নরেশ কুমার ও তার অধীনস্থ রাজাশেখরের নাম। যদিও তারা গ্রেফতার হননি ঠিকই তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাও কম ভয়ানক নয়। শোনা যাচ্ছে, দুর্নীতির প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে মুখ্যসচিব এবং তার অধীনস্থ কর্মচারির বিরুদ্ধে। অভিযোগ তুলেছে একটি এনজিও সংস্থা।

প্লেসেন্ট ভ্যালি ফাউন্ডেশন নামক ঐ এনজিও আধিকারিকদের বক্তব্য, দাদাকাডা গ্রামে তাদের একটি স্কুলে কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। সেই সাথে সেক্রেটারির ঘর থেকে একাধিক নথিপত্র-ও চুরি করা হয় বলে জানিয়েছে এই সংস্থা। সংস্থার দাবি, চুরি যাওয়া পেন ড্রাইভ, ফাইল ইত্যাদিতে দিল্লির যুগ্মসচিব ও তার দফতরের কর্মীদের দুর্নীতির নানা তথ্য প্রমাণ ছিল। সেই সাথে ৬৩ হাজার টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন : ‘বিরাট ম্যাজিক’! হার্দিকের সম্মান রক্ষায় মাঠে যা করলেন কোহলি, চোখে জল ভক্তদেরও

delhi chief secretary naresh kumar ht 1700485031996 1701278883322

তবে অভিযোগ এখানেই শেষ নয়। এই বিষয়ে মুখ খুলতে চাইলে এনজিও কর্মীদের ফাঁসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এনজিও-র দাবি, এই গোটা ঘটনায় যারপরনাই ভীত ঐ এনিজিও সংস্থা। সেই কারণেই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সংস্থাটি। মোট ৫টি ধারায় দায়ের হয়েছে মামলা। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে তদন্তকারী কর্মকর্তারা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর