এপ্রিল নয়, মে’তেই প্রকাশ হবে মাধ্যমিকের রেজাল্ট? কোন দিন? জানা গেল সম্ভাব্য তারিখ

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। বর্তমানে অপেক্ষার প্রহর। ফল প্রকাশের অপেক্ষায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক সকলেই। এপ্রিল নাকি মে, কোন মাসে রেসাল্ট আউট হবে মাধ্যমিকের? এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট। শোনা যাচ্ছে আগামী মে’তে কি মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

একটি সূত্র মারফত জানা যাচ্ছে, মে’র দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হতে পারে। ওই একই দিনে পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলেও আপডেট সামনে আসছে। যদিও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিছু জানানো হয়নি।

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথম দফার ভোট। সাত দফায় চলবে নির্বাচন। এই আবহে মে’তে যদি মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হলে, পর্ষদকে লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়েও চিন্তা করতে হবে।

মনে করা হচ্ছে ভোটগ্রহণের আগেরদিন বাদ দিয়ে দ্বিতীয় ও তৃতীয় দফা অথবা তৃতীয় ও চতুর্থ দফার মাঝের সময়ে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হতে পারে। আগামী ২ মে থেকে ৪ মে অথবা ৯ মে থেকে ১১ মে’র মধ্যে একটা সময় ফাইনাল করা হবে বলেও শোনা যাচ্ছে। ইতিমধ্যেই মাধ্যমিকের নম্বর জমা পড়ার প্রক্রিয়া প্রায় শেষের দিকে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

west bengal madhyamik exams 167706765916x9

ওদিকে সংসদ সূত্রে খবর, ভোটের মরশুমেই প্রকাশ হতে পারে উচ্চমাধ্যমিকের ফলও (HS Result)। সূত্র মারফত জানা যাচ্ছে, মাধ্যমিকের ফল প্রকাশের আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে রাজ্যের করা FIR এ নাম একাধিক তৃণমূল নেতার! পার্থ, তৃণাঙ্কুর ছাড়া আর কারা ফাঁসলেন?

সংসদ সূত্রে খবর, এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই অনলাইনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তবে মার্কশিট হাতে পেতে পরীক্ষার্থীদের আরও ১৫ দিন সময় লাগতে পারে। ১৫ থেকে ১৯ এপ্রিলের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। এমন সম্ভাবনার খবরই সামনে আসছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর