বাংলাহান্ট ডেস্কঃ সংকটের এই দিনে আবারও মানবিকতার নজির গড়ল ভারতীয় রেল (Indian Railways)। রেলকর্মীদের তৎপরতায় স্টেশনেই পৃথিবীর আলো দেখল এক ফুটফুটে কন্যা সন্তান। পরবর্তীতে মা এবং তাঁর সন্তানকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা জানান মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার। একদিকে যখন করোনা আবহে মানুষজনের প্রাণ বাঁচাতে নবান্নের তরফ থেকে আংশিক লকডাউনের নির্দেশিকা জারি করা হচ্ছে, ঠিক সেদিনই রেলকর্মীদের তৎপরতায় সাঁতরাগাছি স্টেশনে (santragachi station) জন্ম নিল এক শিশু। রেলের এই ভূমিকায় অত্যন্ত আনন্দিত এই শিশুর পরিবার।
খড়গপুরের বাসিন্দা সুমন রিয়াদি জানান, তাঁর স্ত্রী রঞ্জনা সন্তানসম্ভবা হওয়ায় তাঁকে নিয়ে শালিমার লোকালে চেপে কুলগাছিয়া থেকে হাওড়া যাচ্ছিলেন তাঁরা। কিন্তু ট্রেন সাঁতরাগাছি স্টেশনে ঢুকতেই প্রসব বেদনা শুরু হয় রঞ্জনার। নিজেকে আর কোনভাবেই সামলাতে পারছিলেন না রঞ্জনা। একপ্রকার বাধ্য হয়েই সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়েন তাঁরা। এরপর পায়ে হেঁটে ফুটব্রিজে উঠতে গেলে সিঁড়িতেই বসে পড়েন রঞ্জনা। আর যন্ত্রণায় কাতরাতে থাকেন।
এমন সময় রঞ্জনার করুণ শারীরিক অবস্থা চোখে পড়ে স্টেশনে কর্তব্যরত রেলকর্মীদের। তৎক্ষণাৎ তাঁরা স্ট্রেচারে করে রঞ্জনাকে টিকিট কাউন্টারের সামনে নিয়ে আসে এবং সেখানেই তাঁর একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। রেলের সাঁতরাগাছি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসার আগেই সন্তানের জন্ম হয়ে যায়। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা দুজনেই সুস্থ আছেন।