Bangla Hunt Desk: পূর্ব লাদাখের ডেমচক এলাকায় ঢুকে পড়া চাইনিজ সৈনিককে (chinese army) চীনে ফেরত পাঠানো হবে, এমনটাই জানাল ভারতীয় সেনাবাহিনী (Indian army)। সমস্ত নিয়ম কানুন মেনেই তাঁকে চীনে ফেরত পাঠানো হবে বলেও জানা গিয়েছে।
ভারতে ঢুকে পড়ে চাইনিজ সৈনিক
সোমবার LAC পেরিয়ে পূর্ব লাদাখের ডেমচক এলাকায় ঢুকে পড়ে এক চাইনিজ সৈনিক। সেখান থেকেই ওই চাইনিজ সৈনিককে গ্রেপ্তার করে ভারতীয় সেনাবাহিনী। জানা গিয়েছিল, ধৃত ওই লাল ফৌজের সৈনিকের নাম ওয়াং ইয়া লং, ঝোঝিয়াং প্রদেশের শাংজিঝেনের বাসিন্দা।
গ্রেপ্তার করেছিল ভারতীয় সেনা
ভারতীয় সেনারা নিজেদের হেফাজতে রেখেছিল ওই চাইনিজ সৈনিককে। শত্রু পক্ষ হলেও ভারতীয় সেনারা তাঁর কোন ক্ষতি করেনি। লাদাখের প্রবল ঠান্ডায় কাবু হয়ে পড়া চাইনিজ সৈনিকের হাতে উলটে খাবার, অক্সিজেন, গরম জামাকাপড় তুলে দিয়েছে ভারতীয় সেনারা।
ফিরিয়ে দেওয়া হবে চীনে
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া এই চাইনিজ সৈনিক ভারতে চরবৃত্তির কাজ করছিল কিনা, সে বিষয়ে তদন্ত করা হয়। কিন্তু ভারতীয় সেনাবাহিনী ওয়াং ইয়া লং-এর বিরুদ্ধে ভারতীয় ভুখণ্ডে চরবৃত্তির বিরুদ্ধে কোন প্রমাণ পায়নি। তাই তারা ঠিক করে ওয়াং ইয়া লংকে চীনা সেনার হাতে তুলে দেওয়া হবে।
তুলে দেওয়া হবে চীনা সেনার হাতে
ওয়াং ইয়া লং-এর বিরুদ্ধে কোনরকম গোয়ান্দেগিরির প্রমাণ না পেয়ে তাঁকে চীনা সেনার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সেনা। নিয়ম অনুসারে ওই চীনা সৈনিককে চুশুলের মলডোতে চীনা সেনার হাতে তুলে দেওয়া হবে।