করোনা হামলা ভারতের রাষ্ট্রপতি ভবনেও, সাফাই কর্মীর দেহে মিলল ভাইরাস

বাংলাহান্ট ডেস্কঃ করোনা হানা থেকে রেহাই পেল না ভারতের রাষ্ট্রপতির (President of india) বাসভবনটিও। রাষ্ট্রপতি ভবনের এক কর্মচারীর শরীরে মিলেছে মারন ভাইরাস। লালারস পরীক্ষা করে তার রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। ইতিওমধ্যেই সংস্পর্শে আসা ১০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

IMG 20200421 WA0009

আক্রান্ত ব্যাক্তি রাষ্ট্রপতি ভবনের সাফাই কর্মী। চারদিন আগে ওই সাফাইকর্মীর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছিল। যার জেরে রাষ্ট্রপতি ভবনে কর্মরত বিভিন্ন আধিকারিক (সচিব পর্যায়ের) ও তাঁদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আশার কথা অন্যান্য কর্মীদের লালারসের পরীক্ষা করা হলেও অন্য কারো দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায় নি।

ভারতে প্রথম করোনা আক্রান্তের খবর ৩০ জানুয়ারি কেরলে পাওয়া গেছিল, আর ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের ঘোষণা করেছিল। প্রথম মামলা পাওয়া আর লকডাউনের ঘোষণার মধ্যে ৫৫ দিন অতিক্রান্ত হয়েছিল আর রোগীর সংখ্যা মাত্র ৪৩৪ ছিল এবং মাত্র ৯ জনের মৃত্যু হয়েছিল।

ভারতে এখনো পর্যন্ত এই মারন ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। চিকিৎসা চলছে ১৪৭৫৯ জনের। রাজ্যের বিচারে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। এখনো পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬৬৬ জন।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রালয় থেকে জানানো হয়েছে, আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। তবে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ কি হবে, তা আগামী ৫-৭ দিনের মধ্যেই নির্ভর করেছে বলে জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIMS) -এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া।


সম্পর্কিত খবর