লটারির টিকিট কাটেন অনেকেই কিন্তু স্বপ্ন কি আদতেও সত্যি হয় সবার। কিন্তু কিছুক্ষেত্রে চমৎকার ঘটে। এরকম অনেক ঘটনাই শোনা যায়। আবার বছরের পর বছর টিকিট কেটেও লাভ হয়নি, এরকম ঘটনাও আছে। কিন্তু এবার এক অন্য ঘটনার সাক্ষি হয়ে থাকলও মুর্শিদাবাদ।
একজন দিনমজুর, তার বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে, তিনি জিতে গেলেন অনেক টাকা। বিকাশ মাল নামক ওই দিন মজুর এর আগে বহুবার লটারি কেটে বিফল হলেও আশা ছাড়েন নি তিনি। তার স্বপ্ন গিয়ে সত্যি হলও এতোদিনে।শনিবার একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য তিনি মাড়গ্রামে তার শ্বশুরবাড়িতে যান। সারাদিন থেকে ফেরার সময় রোববার তিনি ৬০ টাকার লটারি কাটেন এরপর গিয়ে জানতে পারে এই সুখবর। খবর পাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে সাথে সাথে তিনি থানায় গিয়ে পুলিশকে সব জানান। লটারির খবর মতন তিনি জেতেন প্রায় এক কোটি টাকা। পুলিশ অফিসার তাকে আশ্বস্ত করার পর গিয়ে এই সুখবর গোটা পরিবারকে জানায় ওই দিন মজুর।
অবশ্য বিকাশ বাবুর বাবা তমাল বাবু হেসে বলেছেন অভাবের সংসারে এরকম উপহার পাবেন তা কোনোদিন কল্পনাও করেননি। রাতারাতি এতো টাকা পেয়ে বেজায় খুশি সবাই। আর এবার হয়ত অনটন ঘুচবে বলে আশা তার। তাই এখন সেই টাকা হাতে পাওয়া অপেক্ষায় সবাই। কারন আর কিছুদিন পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা।