‘ব্রাত্য-কুণাল চিরকুট, নিয়োগপত্রের তফাৎই বোঝে না’, মেল করে দেবাংশুকে খোঁচা বাম সমর্থকের

বাংলা হান্ট ডেস্ক : নতুন পদক্ষেপ দেবাংশু ভট্টাচার্যর (Debangshu Bhattacharya)। সম্প্রতি তিনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘সিপিএমের ৩৪ বছরের শাসনে যাঁরা যোগ্য হয়েও সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন কমরেডদের আত্মীয়স্বজনের জন্য, তাঁরা নিজেদের নাম, জেলা, ফোন নম্বর ও পরীক্ষার প্রামাণ্য তথ্য–সহ এই আইডিতে ইমেল করুন। আপনার নথি বৈধ হলে আমাদের পক্ষ থেকে ফোন করে সমস্ত ঘটনা শোনা হবে।’ এরই সঙ্গে একটি ইমেল আইডিও দেন তৃণমূলের যুব নেতা।

তিনি আরও লেখেন, ‘সিপিএমের আমলে চাকরি কেলেঙ্কারি নিয়ে তথ্য সংগ্রহের জন্য একটি ইমেল অ্যাড্রেস চালু করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ইমেল অ্যাড্রেস সর্বসমক্ষে আনা হয়েছে। বামফ্রন্ট আমলে যোগ্য হয়েও বঞ্চিত চাকরিপ্রার্থী কারা? তার তালিকা তৈরি করছে তৃণমূল কংগ্রেস।’ জানা যাচ্ছে, এই ইমেল আইডিতেই নাকি শয়েশয়ে অভিযোগ আসছে।

debangshu , tmc

এমনই অভিযোগ করেন অনুভব মাইতি নামক এক ফেসবুক ব্যবহারকারী। তিনি লেখেন, ‘সিপিআইএম এর আমলের কেচ্ছা যাতে মানুষেরা সামনে আনে সেই উদ্দেশ্যে তৃণমূলের ‘স্টেট ইনচার্জ ওফ আইটি সেল’ একটা ইমেল আইডি খুলেছেন !! আমিও সিপিআইএম এর আমলে ‘লাল কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা বদমাইশ গুলোর’ ব্যাপারে কিছু অভিযোগ জানিয়ে মেইল করলাম!! আপনারাও করুন।’

ওই মেলে অনুভব দেবাংশুকে কটাক্ষ করে লেখেন, ‘আমার এই মেলটি আমার প্রিয় আইসক্রিম অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যর উদ্দেশে লেখা। সিপিএম তার শাসনকালে ইংরেজি শিক্ষা তুলে দিয়ে রাজ্যের বিরাট ক্ষতি করেছে। আর তার জেরেই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষের ইংরেজি শিক্ষার অভাব রয়ে গেছে। সেই জন্যই তাঁরা নিয়োগ পত্র এবং একটি চিরকুটের তফাৎ বুঝতে পারেননি।’

অনুভব আরও লেখেন, ইংরেজি শিক্ষার অভাব রয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তাঁর ইংরেজি আরও উন্নত হতে পারত। আমি চাই যাঁরা এই অবনতির জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে তদন্ত হোক। দেবাংশু ভট্টাচার্য বুঝতে না পারলে যেন আমাকে ‘পড়ে বুঝতে পারলাম না লেখেন।’

Sudipto

সম্পর্কিত খবর