বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। আর পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজ্য রাজনীতি। ভোটের দিন ঘোষণা হতে না হতেই এবার রক্তাক্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের খড়গ্রামের মারগ্রাম গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক কংগ্রেস কর্মী।
পুলিশ জানিয়েছে, মৃত কংগ্রেস কর্মীর নাম ফুলচাঁদ শেখ। এদিকে, ওই যুবকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। তবে ওই মৃত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। নিহতের পরিবারের তরফে মৃত যুবককে কংগ্রেস কর্মী হিসেবে দাবি করা হলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে নিজেদের দলীয় কর্মী হিসেবেই পরিচয় দিয়েছে।
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় তিনি যখন তাস খেলছিলেন গ্রামে, তখনই তাঁর উপর অতর্কিতে হামলা চালানো হয়। ফুলচাঁদ গুলিবিদ্ধ হওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার ফলে বেশ কয়েকজন আহতও হয়েছে। কারা এই হামলা চালানো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ওই রাজনৈতিক কর্মীর মায়ের কথায়, ছেলে কংগ্রেস করে বলেই তাকে খুন হতে হয়েছে। জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল সহ সভাপতি শ্বাশ্বত মুখোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি অথবা কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মুর্শিদাবাদের কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস এবং বিজেপির মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি সখারব সরকার।