করোনা আতঙ্কের কারণে পেঁয়াজের আংটি পরিয়ে বিয়ে সারলেন ইংল্যান্ডের এক কাপল

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চোদ্দো লক্ষ্য । মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।

ইংল্যান্ডে সামাজিক দূরত্বের নিয়মের কারণে, এক দম্পতি বিয়ে সারেন নিজের মতন করে। এই দম্পতি অ্যাডাম উডস এবং লরা অ্যাক্টন বুকিং করেছিলেন। কিন্তু বিবাহের স্থানটি বন্ধ থাকার কারণে  একে অপরকে পেঁয়াজের আংটি দিয়েই নিজের মতন করে বিয়ে করে।

corona 222222 1

এই দম্পতি বার্গার কিংয়ের একটি আউটলেট এ গিয়ে কিছু পিঁয়াজের আংটি দেওয়ার নির্দেশ দেয়। এই পেঁয়াজের রিংগুলি পুরোপুরি গোলাকার। এর পরে, অ্যাডাম এবং লরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইতিমধ্যেই এই ঘটনা প্রকাশ্যে আসতে অবাক দুনিয়ার সবাই। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।

প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে সারা বিশ্বে ছড়িয়েছে। আর তার মধ্যে এক একটি অবাক করে ঘটনা আমাদের নজর কেড়েছে।

সম্পর্কিত খবর