বিয়ের পর প্রথম হোলি, রঙ খেলে একসঙ্গে বাথরুমে ঢুকতেই মর্মান্তিক পরিণতি দম্পতির

বাংলা হান্ট ডেস্কঃ বিয়ের পর এ বছরই ছিল তাদের প্রথম হোলি এবং সেই উৎসব যে তাদের জীবনে এক অন্ধকার ছায়া নিয়ে আসবে তা কখনোই টের পায়নি এই দম্পতি। ঘটনাটির পরিণতি তে অবাক হবেন আপনিও। হরিয়ানার কারনাল জেলায় ঘটেছে এই ঘটনাটি।

মিষ্টির দোকানের মালিকের ছেলে গৌরব তিন মাস পূর্বে শিল্পী নামের এক মহিলাকে বিবাহ করে। ফলে এটি ছিল তাদের প্রথম রং খেলার দিন। জানা গিয়েছে, ধুমধাম করে রং খেলার পরে তারা বাড়িতে প্রবেশ করে। এরপর তারা রং তোলার জন্য বাথরুমে প্রবেশ করে এবং এখানেই ঘটে যায় দুর্ঘটনা।

বহুক্ষণ বাথরুমে থাকার পরেও যখন ভেতর থেকে দরজা খোলে না সেই দম্পতি তখন পরিবারের লোকজন অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে ডাকাডাকি শুরু করে। পরিবারের সদস্যদের ডাকে সাড়া না দিলে তারা কোনমতে দরজা খুলে ভেতরে প্রবেশ করে চমকে যায়। প্রায় দু ঘন্টা পর তারা যখন ভিতরে প্রবেশ করে তখন বাথরুমের ভেতরে দম্পতির দেহ আবিষ্কার করে তারা।

তৎক্ষণাৎ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই আসরে নামে পুলিশ প্রশাসন। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে বলে খবর। প্রাথমিকভাবে জানা গেছে বাথরুমের ভেতর গিজার থেকে গ্যাস লিক হওয়ার ফলে সম্ভবত গৌরব ও শিল্পী সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এবং এর ফলে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ অবশ্য তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায় সেদিকে নজর সকলের।

Sayan Das

সম্পর্কিত খবর