শাপে বর! জোড়া বজ্রপাতের জেরে ৪১ লক্ষ টাকা পেলেন মহিলা, ঘটনা জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক : বৃষ্টি (Rainy Day) মানেই তো রোমাঞ্চ। নানাজনের নানা ধরণের ফ্যান্টাসী থাকে এই বৃষ্টি নিয়ে। কেউ বাড়িতে বসে গরম খিচুড়ির সাথে ওয়েব সিরিজ বা মুভি নিয়ে ব্যস্ত থাকে তো কারো পছন্দ লং ড্রাইভ। তবে বৃষ্টির দিনে লং ড্রাইভে গিয়ে যে কেউ লাখপতি (Money) হয়ে যেতে পারে তা ভাবনারও অতীত। সম্প্রতি এমনই এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়েছেন এক দম্পত্তি।

খোঁজ নিতে গিয়ে জানা গেল এইদিন বৃষ্টির মধ্যে স্বামীর সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেধ এক মহিলা। মাঝ রাস্তায় শুরু হয় মেঘের দপদপানি। বৃষ্টির ধারা জোর হওয়ার সাথেসাথে শুরু হয় মেঘের তান্ডব। পরিবেশ বদলে যাওয়ায় গাড়ি চালাতেও সমস্যা হচ্ছিল। তবু তার মধ্যেই এগোচ্ছিলেন তারা।

আর তারপরেই পরপর ২ টি বজ্রপাত (Thunderstorm) হয়। আর তাতেই ভয় পেয়ে যান ঐ মহিলা। বাজ পড়ার তীব্র শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়। এমতাবস্থায় তিনি ঠিক করেন, আর এগোনো ঠিক হবেনা। স্বামী ভদ্রলোক-ও না করেননি। তিনিও ভাবেন যে, এই অবস্থায় গাড়ি চালানো ঠিক হবেনা। এই দুর্যোগের মধ্যে কোন একটা বিপদ হতে পারে।

এমতাবস্থায় তারা আর না এগিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়েন। এবং ঢুকে যান পাশের এক দোকানে। সেই সময় ঐ দোকানে বিক্রি হচ্ছিল লটারির টিকিট। সময় কাটানোর জন্য মার্কিন মুলুকের মিসৌরীর ঐ মহিলা সেখান থেকে একটি টিকিট কিনে ফেলেন। কারণ তিনি ভেবেছিলছন, বৃষ্টির মধ্যে যে দোকানে তিনি আশ্রয় নিয়েছেন সেখান থেকে কিছু একটা কেনা উচিত।

এরপর ঝড়বৃষ্টি থামলে তারা এগিয়ে যান গন্তব্যের দিকে। তবে চমকটা আসে পরদিন সকালে। খবর আসে, আগেরদিন যে টিকিটটি তিনি কিনেছিলেন সেটিই প্রথম পুরস্কার জিতে নিয়েছে। পুরস্কারস্বরূপ তিনি পাবেন ৫০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকার মত। তাহলে একথা বলাই বাহুল্য যে, একটা বৃষ্টির রাত আশীর্বাদ হয়ে দাঁড়ালো ঐ দম্পতির জন্য।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর