গরু পাচারকারীর এনকাউন্টার যোগীর পুলিসের, গুলি লাগতেই বলল ‘গরু আমাদের মা”

বাংলাহান্ট ডেস্ক : গাজিয়াবাদ (Gahaziabad) থেকে উত্তরপ্রদেশ পুলিস (UP Police) গ্রেফতার করল এক গরুপাচারকারীকে। পুলিসকে দেখেই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই পাচারকারী। এরই সঙ্গে নিজের বন্দুক থেকে গুলিও ছোড়ে সে। পাল্টা জবাব দেয় পুলিসও। গুলির লড়াইয়ে পুলিসের গুলি লাগে পাচারকারীর পায়ে। ধরা পড়ার পরই বলতে শুরু করে, ‘গরু আমাদের মা।’ পুলিস তার কাছ থেকে একটি বন্দুক, কিছু কার্তুজ এবং একটি বাইক বাজেয়াপ্ত করে। অভিযুক্ত বাগপত জেলার বড়ৌত থানা এলাকার সিক্কা ইদ্রীশপুর গ্রামের বাসিন্দা।

গাজিয়াবাদের লেনি এলাকায় হওয়া গুলির লড়াইয়ের পর পুলিস যাকে গ্রেফতার করে তার নাম ইরশাদ ওরফে সনু। পুলিস সূত্রে খবর, পুলিসকে দেখেই সে পালাতে শুরু করে। পিছনে তাড়া করে পুলিসও। দৌড়তে দৌড়তেই পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা জবাআ গুলি ছুড়েই দেয় পুলিসও। তারপরই একটি হঠাৎই তার পায়ে লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায় সে। পুলিস ধরে ফেলে তাকে। ধরা পড়ার পরই সে বলতে শুরু করে ‘গরু আমাদের মা।’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে।

জানা যাচ্ছে, চিরোড়ী রোডে পুলিস চেকিং করছিল। এরই মধ্যে এক বাইক আরোহীকে দাঁড়াতে বললেই সে পালাতে শুরু করে। পুলিস তাকে ঘিরে ফেলে ধরার চেষ্টা করে। এরপরই সে গুলি চালায়। পুলিসও পাল্টা জবাব দেয়। পুলিসের গুলি লাগতেই মাটিতে পড়ে যায় সে। তখন পুলিস বুঝতে পারে জখম হওয়া ব্যক্তি গরু পাচারকারী ইরশাদ ওরফে সনু।

ইরশাদ ধরা পড়ে যাওয়ার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিস তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আার সে ক্রমাগত বলছে, ‘গরু আমাদের মা।’ পুলিস জানায়, বন্থলা – চিরোড়ী রোডে চেকিং চলছিল। তখন বইক চালিয়ে আসা ইরশাদকে দাঁড়াতে বলা হয়। সে সঙ্গে সঙ্গে বাইক ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যেতে গুলিও চালায় সে। তারপরই পুলিসের গুলি পায়ে লাগে তার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর