বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ত্রিপুরার হয়ে একটি দুর্দান্ত রঞ্জি মরশুম কাটানোর পর এবার আইপিএলেও (IPL 2023) গুজরাট টাইটান্সের (Gujrat Titans) জার্সিতে ভালো ছন্দে রয়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। মাঝে কিছু ম্যাচে রান্না পেলেও শেষ দুই ম্যাচে ১২২ রান করেছেন তিনি। সেই সঙ্গে গুজরাট টাইটান্স দলের অন্যতম বড় ভরসা ২ আফগান স্পিনার রশিদ খান এবং নূর আহমেদের বিরুদ্ধে দুর্দান্ত কিপিং করে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছেন।
কিন্তু এত কিছুর পরেও ভারতীয় দলে তার জায়গা হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যে ভারতীয় স্কোয়াড ইংল্যান্ডে উড়ে যাবে সেই স্কোয়াডে জায়গা হয়নি ঋদ্ধিমান সাহার। প্রাথমিকভাবে কেবলমাত্র এক উইকেটরক্ষক হিসেবে শ্রীকর ভরতকে নিয়ে দল ঘোষণা করেছিল টিম ম্যানেজমেন্ট। লোকেশ রাহুল চোট পাওয়ার পরে সেই জায়গা দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটে সম্পূর্ণ অনভিজ্ঞ ঈশান কিষানকে।
এই নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের চূড়ান্ত সমালোচনা করেছেন। অনেকে তুলে এনেছেন চির পরিচিত বাঙালি ক্রিকেটারদের বঞ্চনার গল্প। অতীতেও একাধিকবার যোগ্যতা থাকা সত্ত্বেও ভারতের জাতীয় দলের জার্সি পাওয়া থেকে একাধিক বাঙালি ক্রিকেটারকে বঞ্চিত থাকতে হয়েছে। ঋদ্ধিমানের সাথেও এমনটাই ঘটছে বলে মন্তব্য করেছেন অনেকে।
কিন্তু যাকে নিয়ে এত জল্পনা কল্পনা সেই ঋদ্ধিমান সাহা নিজে কি বলছেন? তিনি বরাবরই নীরবে নিজের কাজটা করে যেতে ভালবাসেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানই হোক বা ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ২ ইনিংসে অর্ধশতরান করে ম্যাচের সেরা হওয়ার পরেই হোক, তার উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ বড্ড কম। একইভাবে কোন বিষয়ে নিজের খারাপ লেগে থাকলে সেই নিয়েও নিরব থাকতেই পছন্দ করেন ভারতের তারকা উইকেটরক্ষক।
তবে গতকাল ভারতের আপডেটেড স্কোয়াড ঘোষণা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন ঋদ্ধিমান সাহা। এখানেও তিনি কাউকে দোষ দেননি। শুধু একটি ধাঁধাপূর্ণ বার্তা দিয়েছেন সকলকে। ওই বার্তাটির সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্কোয়াদ নির্বাচনের কোন যোগাযোগ আছে কিনা তা প্রমাণ করার কোন উপায় নেই।
ঋদ্ধিমান বলেছেন, ‘ইতিবাচক থাকুন, কঠিন পরিশ্রম করুন এবং আপনার যাত্রাপথটা উপভোগ করতে শিখুন।’ সকলেই মনে করছেন এই বার তার মাধ্যমে তার হয়ে যারা কথা বলছেন তাদেরকে কিছুটা শান্ত হওয়ার অনুরোধ করেছেন চিরকালের লাজুক পাপালি। তার সামনে এখন একটাই লক্ষ্য। সেটা হল টানা দ্বিতীয় বছর গুজরাট টাইটান্সকে আইপিএল ট্রফি জেতানো।