চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’, বাংলার কোথায় কোথায় চলবে তাণ্ডব? জারি আগাম সতর্কতা

   

বাংলা হান্ট ডেস্ক: আয়লা-আম্ফানের পর বাংলা জুড়ে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড় (Cyclone)।  আর এবারও সেই মে মাস। হাওয়া অফিস সূত্রে খবর চলতিও মাসের শেষেই বাংলার বুকে প্রবল গতিতে ধেয়ে আসছে আরও এক খতরনাক ঘূর্ণিঝড়। যার নাম ‘রেমাল’।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আসন্ন এই ঘূর্ণিঝড় গোটা বাংলা তছনছ করে দিতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে আগামী ২৪ মে’ নিজের আসল রুপ দেখিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। পরের দিন অর্থাৎ ২৫ মেই এই ঝড় প্রবেশ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে।

তবে এই ঝড় আদতে কতটা ভয়াবহ আকার নেবে কিংবা এর ধ্বংস লীলার মাত্রাই বা কতখানি হবে তা বলা যাচ্ছে না এখনই। কিন্তু এখন প্রশ্ন হল এই ঘূর্ণিঝড়ের আঘাতে কী পশ্চিমবঙ্গে বড় কোনো ক্ষতি হতে পারে? আসন্ন এই ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলবে বাংলার আবহাওয়ায়? আলিপুর আবহাওয়া দফতরের তরফে খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘রেমাল’মে মাসের শেষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

উল্লেখ্য, বাংলায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা উঠলে প্রথমেই উঠে আসে আয়লা কিংবা আম্ফানের কথা। প্রসঙ্গত ২০০৯ সালের ২৫ মে, সুন্দরবনের উপকূলে ধ্বংসলীলা চালিয়েছিল আয়লা। আর ২০২০ সালের ২০ মে বাংলায় আছড়ে পরে আম্ফান। আর এবার-ও এই মে মাসেই ঘূর্ণিঝড়েরঅভ্যাস মিলেছে।

আরও পড়ুন: বইছে ঝোড়ো হাওয়া! একটু পরই বৃষ্টি শুরু এই ৮ জেলায়, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট

প্রসঙ্গত আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর , বঙ্গোপসাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাস বলছে , ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এর পর ধীরে ধীরে শক্তিশালী এই ঘূর্ণিঝড় অগ্রসর হবে উত্তর দিকে। যা ২৪ মে পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

cyclone wb,

 

উল্লেখ্য জানা যাচ্ছে এবার বঙ্গোপসাগরের এই আসন্ন সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান। আরবীতে ‘রেমাল’ এর অর্থ ‘বালি’। তবে ঝড়টি কতটা তীব্র হবে তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর