পাকিস্তান হারতেই হাসান আলির উদ্যাম নাচের ভিডিও ভাইরাল, ফের তোপের মুখে ক্যাচ ফস্কানো ভিলেন

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের স্বপ্নে জল ঢেলে দিয়েছে অস্ট্রেলিয়া। যদিও 176 রানের বিশাল স্কোর খাড়া করে অস্ট্রেলিয়ার জন্য রাস্তা যথেষ্ট কঠিন করে দিয়েছিল পাকিস্তান। এমনকি স্পিনার শাদাব খানের ঘূর্ণিঝড়ের সামনে পড়ে যথেষ্ট নাস্তানাবুদ হতে হয়েছিল অজি ব্যাটসম্যানদের। কিন্তু শেষ পর্যন্ত স্টয়নিস এবং ম্যাথু ওয়েডের মারমুখী ব্যাটিংয়ের জেরে এক ওভার বাকি থাকতেই 5 উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

যদিও পাকিস্তানের এই ঘরের পিছনে বড় ভূমিকা ছিল হাসান আলীরও। 19 তম ওভারে শাহীন আফ্রিদির তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ম্যাথু ওয়েড। এই কাজ তালুবন্দী করতে পারলে ফের একবার অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দিতে পারত পাকিস্তান। কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্যাচটি মিস করেন হাসান আলী। আর তারপরেই পুরনো একটি প্রবাদ বাক্য ফের একবার সত্যি প্রমাণিত করে অস্ট্রেলিয়া। ক্যাচ ফসকানোর সাথে সাথেই ম্যাচ ফসকে যায় পাকিস্তানের হাত থেকে। পরের তিনটি বলে শাহীন আফ্রিদিকে পরপর তিনবার বাউন্ডারির বাইরে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে দেন ম্যাথু ওয়েড।

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের নিশানার মুখে পড়েছেন হাসান। সম্প্রতি তার একটি পুরনো ভিডিও-ও ফের ভাইরাল করে ট্রোলিং শুরু করেছেন নেটিজেনরা৷ এই ভিডিওটিতে দেখা যায় কোন একটি বন্ধুর বিবাহের অনুষ্ঠানে নেচে আসর মাতিয়ে তুলেছেন হাসান। রাস্তায় তার এই নাচের ভিডিওটি এর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর সতীর্থ আসিফ আলী। কিন্তু এবার এই ভিডিওটি ফের নতুন করে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

নিচে অনেকেই লিখছেন, উনি ভাল নাচেন। ওনাকে রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্সে আমন্ত্রণ জানান। কেউ আবার এও বলেন, হাসান আলীর এটাই নাকি পার্টটাইম কাজ। একথা ঠিক যে হাসান ক্যাচ না মিস করলে ফলাফল হয়তো কিছু অন্য হতে পারত। তবে একই সঙ্গে একথাও মাথায় রাখতে হবে যে এই হাসান আলীই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতিয়েছিলেন পাকিস্তানকে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর