বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এ যেন রূপকথার গল্প! নয়তো সত্যি সত্যিই কি কোনওদিনও মৃত মানুষ বেঁচে ওঠার কথা শুনেছে কেউ? প্রাথমিকভাবে দাবী করা হয়েছিল ঠিক এমন ঘটনাই ঘটেছে শ্যামনগরের রত্নেশ্বর শ্মশান ঘাটে। সেখানে দাহ করানোর জন্য একাধিক মৃতদেহের ভিড়ে অপেক্ষারত একটি মৃতদেহ আচমকাই নাকি জীবন ফিরে পায় বলে দাবি করেছিল ওখানে উপস্থিত কিছু ব্যক্তি।
দাবি করা হয়েছিল যে মৃতদেহ আবার আস্তে আস্তে নিজের স্বাভাবিক উষ্ণতা ফিরে পাচ্ছে। এরপরেই মৃতদেহ নিয়ে টানাটানি পড়ে যায়। সেখানে উপস্থিত মানুষরা মৃতদেহটি ভীড় করে ভিডিও করতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। কিন্তু সত্যিই কি বেঁচে উঠেছিল সেই মৃত মানুষ?
সেই ব্যক্তির পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। কিন্তু জানা গিয়েছে যে ওই মৃত ব্যক্তি বেঁচে উঠেছেন এমনটা ছিল তার মৃতদেহের পাশে উপস্থিত কিছু মানুষের ভ্রম। সেই জন্য তাকে তড়িঘড়ি করে তাকে গাড়িতে তোলা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তাকে পরীক্ষা করে জানানো হয় যে অনেকক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।
কিন্তু এমন গুজবকে ছড়ালো সেই নিয়ে প্রশ্ন উঠছে। যে ব্যক্তি নির্দিষ্ট করে এই গুজব ছড়িয়েছেন তার পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু তিনি দাবি করেছিলেন যে তিনি মৃতদেহের হাত আপনা আপনিই নড়তে দেখেছেন। তারপর কিছু জন মৃতদেহের স্পর্শ করে অনুভব করে যে আচমকাই মৃতদেহ যেন উষ্ণতা ফিরে পেয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করেছে নেটিজেনদের মধ্যে। শুধুমাত্র একজনের মতামতের ভিত্তিতেই কেন একটি মৃতদেহকে নিয়ে ফিরে এত টানা-হ্যাঁচড়া করা হলো সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।