বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) ২০২৫ নিয়ে নিজেদের সিদ্ধান্তে কার্যত অনড় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও, এবার তা বেশিদিন স্থায়ী হবে না। মূলত, আগামী বছর সম্পন্ন হতে চলা এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া পাকিস্তানের যেতে অস্বীকার করার পর থেকে ICC-র তরফে এই টুর্নামেন্টকে হাইব্রিড মডেলে আয়োজন করার জন্য ক্রমাগত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বোঝালেও তারা নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত:
এমতাবস্থায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গিয়েছে। মূলত, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে আগামী ২৯ নভেম্বর ICC একটি বোর্ড মিটিং ডেকেছে। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুমোদন করা হবে এবং ইভেন্টের চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হবে।
২৯ নভেম্বর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে: পিটিআই রিপোর্ট অনুসারে, গত ২৬ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার ICC ঘোষণা করে যে বোর্ড মিটিং আগামী ২৯ নভেম্বর অর্থাৎ শুক্রবার সম্পন্ন হবে। এটি একটি ভার্চুয়াল মিটিং হবে। যেখানে বোর্ডের সকল সদস্য অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেবেন। জানিয়ে রাখি যে, ICC-কে বোর্ডের সবচেয়ে শক্তিশালী অংশ হিসেবে বিবেচনা করা হয়। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কিত প্রতিটি বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ক্ষেত্রেও এটি হবে।
আরও পড়ুন: আর নয় চিন্তা! শীঘ্রই মুদ্রাস্ফীতি থেকে মিলবে রেহাই, দাম কমবে খাদ্যপণ্যেরও, সামনে এল বড় আপডেট
প্রসঙ্গত উল্লেখ্য যে, পাকিস্তান কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল। যেটি অনুযায়ী বলা হয়েছিল যে, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচিকে এই টুর্নামেন্টের ভেন্যু করা হয়েছিল। তবে, নিরাপত্তার কথা বিবেচনা করে ওই সূচিতে টিম ইন্ডিয়ার সমস্ত ম্যাচ লাহোরে রাখার প্রস্তাব করেছিল PCB। যদিও, BCCI এখন স্পষ্টভাবে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যেতে না দেওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছে। দুই দেশের মধ্যে খারাপ সম্পর্ক এবং পাকিস্তানে নিরাপত্তার দুর্বল অবস্থার কারণে, ভারত সরকার ২০০৮ সাল থেকে টিম ইন্ডিয়াকে সেখানে যেতে দেয়নি এবং এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: খেলোয়াড় কিনতে অনীহা! IPL-এর নিলামের পরেও এই দলগুলির পার্সে রয়েছে লক্ষ লক্ষ টাকা
হাইব্রিড মডেলের দাবি জানিয়েছে BCCI: এমন পরিস্থিতিতে, BCCI টিম ইন্ডিয়ার সমস্ত ম্যাচ সহ একটি সেমিফাইনাল এবং ফাইনাল পাকিস্তানের বাইরে অন্য কোনও দেশে (সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহী) সম্পন্ন করার দাবি জানিয়েছে। BCCI এই দাবিটি ICC-কে জানিয়েছিল। যা ICC PCB-কে জানিয়েছে। তবে, PCB এই দাবি প্রত্যাখ্যান করে এবং পুরো টুর্নামেন্ট (ICC Champions Trophy) নিজের দেশে আয়োজনের বিষয়ে তার অবস্থানে অটল থাকার সিদ্ধান্ত নেয়। তারপর থেকে, ICC ক্রমাগত PCB-কে বোঝানোর চেষ্টা করছে যে এই টুর্নামেন্টের কল্যাণের জন্য, এটি হাইব্রিড মডেলে আয়োজন করাই একমাত্র বিকল্প। রিপোর্ট অনুযায়ী, বিনিময়ে ICC-র তরফে PCB-কে আরও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এমতাবস্থায়, আগামী ২৯ নভেম্বর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।