‘কৃষি আইন রদ করবেন না”, ভারত বন্ধের আগে বললেন কয়েকজন কৃষক নেতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০ জন কৃষকের এক প্রতিনিধি দল, যাদের মধ্যে বেশিরভাগ কৃষকই হরিয়ানার বলে জানা গিয়েছে, তাঁরা আজ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং (Narendra Singh Tomar) তোমারের সাথে সাক্ষাৎ করে কৃষি আইন রদ না করার আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সাথে সাক্ষাতের পর সোনিপতের প্রগতিশীল কিষাণ ক্লাবের সভাপতি কানওয়াল সিং চৌহান বলেছেন, ‘বিরোধিতা করা কৃষকদের (Farmers Protest) দিকভ্রান্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আশ্বাস দিয়েছেন যে MSP আর কৃষি বাজারের ব্যবস্থা বজায় থাকবে।”

X