বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাবের (Punjab) লুধিয়ানা (Ludhiana) ডিসট্রিক্ট আদালতে বৃহস্পতিবার বড়সড় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু আর অনেকের আহত হওয়ার খবর সামনে আসছে। শোনা যাচ্ছে যে, বিস্ফোরণটি আদালতের দ্বিতীয় তলে ঘটেছিল। বিস্ফোরণে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে থাকা যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Punjab | Explosion in Ludhiana District Court Complex, several feared injured
Details awaited.
— ANI (@ANI) December 23, 2021
ঘটনার খবর পেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে আর কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। বোম্ব স্কোয়াড ডেকে পরীক্ষা নিরীক্ষা চলছে।
সূত্র অনুযায়ী, আদালতে IED ব্লাস্ট হয়েছে। শোনা যাচ্ছে যে, অনেক পরিমাণে বিস্ফোটক পদার্থের ব্যবহার হয়েছিল। বিস্ফোরণ হতেই আদালত চত্বরে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়। প্রত্যক্ষদর্শীদেরে মতে, বিস্ফোরণ আদালতের বাথরুমে হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এসে এই বিস্ফোরণ করিয়েছে। আপাতত গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।