মধ্যরাতে বিধ্বংসী আগুন কেষ্টপুরে, পুড়ে ছাই একাধিক দোকান-ঘর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মধ্যরাতে বিধ্বংসী আগুন কেষ্টপুরের (Kestopur) শ্বতরূপা পল্লিতে। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ৩০ টিরও বেশি দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ১৫ টি ইঞ্জিন। বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর।

সূত্রের খবর, মধ্যেরাতে ২ টো নাগাদ ভিআইপি রোডের ধারে আচমকাই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। ওই এলাকায় বেশ কয়েকটি দোকান ঘর এবং ঝুপড়ি ঘরও ছিল। আগুন নেভাতে দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুন নেভাতে জল দেওয়ার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক রোবট।

মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘এখানে রাত ২ টোর সময় আগুন লাগে। আমার কাছেও ফোন যায়। অনেক অনেক গরীব মানুষের দোকান, ঘর ছিল, সবই পুড়ে গেছে। দমকল, পুলিশে খবর দেওয়া হয়। তবে কোন মানুষের কোন ক্ষতি হয়নি’।

জানা গিয়েছে, একের পর এক গ্যাস সিণ্ডিলার ফেটে যাওয়াতে বিপত্তি আরও বেড়ে যায়। ৫০ টির বেশি ঝুপড়ি ঘর এবং ৩০ টিরও বেশি দোকান ভস্মীভূত হয়েছে বলে খবর। অনেকেই নিজেদের দোকান থেকে কিছু জিনিস বের করে আনার চেষ্টা করে। উদ্ধারকার্যে এগিয়ে আসে সাধারণ মানুষও। তবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা এলাকা। জানা গিয়েছে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মীও। তবে এখনও বেশকিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে বলেও জানা যাচ্ছে।

সম্পর্কিত খবর

X