বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট মাঠ থেকে অনেক সময় এমন এমন ঘটনা ভাইরাল হয়, যা রীতিমতো হাসির আলোড়ন তোলে দর্শকদের মধ্যে। ভারত ইংল্যান্ড টেস্টে ঠিক যেমন সোশ্যাল মিডিয়া নেটিজেনদের মধ্যে হাসির রোল তুলে দিয়েছিলেন ইংরেজ প্র্যাঙ্কস্টার ড্যানিয়েল জার্ভিস। পরপর তিনটি টেস্টেই ভারতীয় দলের ক্রিকেটার সেজে মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন তিনি। এবার ফের একবার সামনে এল তেমনই এক দৃশ্য, যদিও এই কান্ড কোন দর্শক ঘটাননি বরং ঘটিয়েছে এক কুকুর বাবাজি।
অল আয়ারল্যান্ড টি -টোয়েন্টি লিগে মহিলাদের ম্যাচ চলাকালীন ঘটে এই ঘটনাটি। ব্র্যাডি ক্রিকেট ক্লাবে ব্র্যাডি এবং সিএসএনআই -এর মধ্যে চলছিল ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ আগেই ১২ ওভারে সীমিত করে দেওয়া হয়েছিল। ম্যাচের নবম ওভারে ব্যাটসম্যান এবি লেকি স্কোয়ার লেগের দিকে বল মারেন এবং রান নেবার জন্য দৌড়াতে শুরু করেন। রান আউট করার সুযোগ ছিল ঠিকই কিন্তু উইকেট কিপার রিচেল বলটি উইকেটে মারতে পারিনি বরং তা ওভার থ্রো হয়ে চলে যাচ্ছিল মাঠেরই অন্য এক ফিল্ডারের দিকে।
কিন্তু ঠিক সেই সময় মাঠে ঢুকে পড়ে একটি কুকুর, এবং এই ছোট্ট কুকুরটি বলটি মুখে তুলে নিয়ে মাঠের এদিক-ওদিক দৌড়াতে থাকে। ফিল্ডারদেরও তার পিছনে দৌড়াতে দেখা যায় বেশ কিছুক্ষণ। কুকুরটিকে ধরার জন্য ছুটে আসেন তার মালিকও কিন্তু তার আগেই নন-স্ট্রাইকার ব্যাটসম্যানের কাছে গিয়ে আত্মসমর্পণ করে বাচ্ছা কুকুরটি। অবশেষে তার মুখ থেকে বল নিয়ে তা তুলে দেওয়া হয় আম্পায়ারদের হাতে। এই ঘটনা এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/IrishWomensCric/status/1436674710448836613?s=19
কুকুরের সঙ্গে বল নিয়ে খেলার নানা ভিডিও এর আগেও সামনে এসেছে সামাজিক মাধ্যমে। তবে এই ঘটনাটি যে একদম ইউনিক এ নিয়ে কোন সন্দেহ নেই। প্রসঙ্গত আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেটের কথা বলতে হলে তাদের পারফরম্যান্স এই মুহূর্তে বেশ আশাপ্রদ। ইতিমধ্যেই জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা। প্রথমে পিছিয়ে পড়লেও তারপর পরপর তিনটি ম্যাচ জয় করে সিরিজ দখল করে আইরিশ দল।