আকাশ থেকে ভেঙে পড়ল ওটা কী, হিন্দমোটরে অজানা বস্তু ঘিরে তুঙ্গে শোরগোল! রহস্যভেদ করল পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ হিন্দমোটরের (Hindmotor) বিভিন্ন এলাকায় খবর রটে যায় যে সেখানে আকাশ থেকে ভেঙে পড়েছে আস্ত বিমান। সেই খবর পেয়ে হলুস্থল পড়ে যায় এলাকার জুড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই পরিষ্কার হয়ে যায় ব্যাপার। বিমান নয়, আকাশ থেকে ভেঙে পড়েছে একটি বিশাল আকারের ড্রোন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ।

আকাশ থেকে ড্রোন ভেঙে পড়ার দৃশ্য বহু মানুষ নিজেদের মোবাইল ক্যামেরায় বন্দি করেন। এত বড় আকারের ড্রোন (Drone) সেখানকার মানুষ আগে না দেখায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায়। গোটা ব্যাপারটি নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় স্থানীয়দের মধ্যে।
জানা গেছে, সম্প্রতি একটি বেসরকারি ওষুধ সংস্থা ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে।

সেই উদ্যোগের অংশ হিসেবে ওই ড্রোনে করে হিন্দমোটরের একটি দোকানে ওষুধ পাঠানো হচ্ছিল।
সূত্রের খবর, ট্রায়াল রানের জন্য হাওড়া থেকে ওই ড্রোনটি পাঠানো হয়েছিল হিন্দমোটরে। হয়ত কোনও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, প্রথমে তারা ভেবেছিলেন যে আকাশ থেকে হয়তো প্লেন ভেঙে পড়েছে। সেই জন্য বহু মানুষ তড়িঘড়ি ছুটে যেন ঘটনাস্থলের দিকে।

Drone

এলাকায় ব্যাপক চাঞ্চল্য হওয়ায় ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান সেখানকার কাউন্সিলর অজয় সিং। পুলিশ পৌঁছানোর পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে কিভাবে এই ড্রোন ভেঙে পড়ল সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। এই ড্রোনের প্রয়োজনীয় নথিপত্র সংস্থার কাছে খতিয়ে দেখছে পুলিশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর