বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস আগে পর্যন্তও শাহরুখ খানের (Shahrukh Khan) নামে হল ভরত দর্শকে। সশরীরে তিনি বড়পর্দা থেকে অনুপস্থিত চার বছর হল। কিন্তু অনুরাগীদের আনুগত্য এতটুকু কমেনি কিং খানের উপর থেকে। বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় জড়ালেও ভক্তদের পাশে পেয়েছিলেন অভিনেতা। আগামী বছর তিন তিনটি ছবির ঘোষনা করেছেন শাহরুখ। প্রতিটি ছবি নিয়েই দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু এখন চিত্রটা অন্যরকম।
আমির খানের ‘লাল সিং চাড্ডা’র পর শাহরুখের ‘পাঠান’ বয়কটের ডাক দিয়েছেন অনেকে। বিগত বেশ কয়েকদিন ধরেই টুইটারে ট্রেন্ডিং ‘হ্যাশট্যাগ বয়কট পাঠান’। পালটা শাহরুখ ভক্তরা হ্যাশট্যাগ দিয়েছে, ‘India Awaits Pathan’ অর্থাৎ ভারত পখঠানের জন্য অপেক্ষা করছে। পাঠানের প্রথম দিন প্রথম শো দেখার অপেক্ষা এসআরকে অনুরাগীরা। এর মাঝেই একটি টুইট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে।
টুইটে লেখা, ‘যদি আমার ছবি ‘পাঠান সে পাঙ্গা’ বয়কট হয় তাহলে সমস্ত থিয়েটারের সমস্ত আসন কিনে ছবি সুপারহিট করে দেব। যা করতে পারো করে নাও। বলিউডের রাজা আমি। ভাউ এর অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছি, এবার কী চাইছো তোমারটাও উড়িয়ে দিই!’
ভাইরাল টুইটে শাহরুখ খানের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের ছবি দেখা যাচ্ছে। তাঁর ডিপিও লাগানো রয়েছে। রশিদ নাদিম নামে জনৈক নেটনাগরিক টুইটের স্ক্রিনশটটি শেয়ার করে লিখেছেন, ২০২০ র এই টুইটটি এখন খুব ভাইরাল হচ্ছে। সময় এসে গিয়েছে এদের সবাইকে সম্পূর্ণ ভাবে বয়কট করার। শুধু এদের সিনেমাই নয়, এদের সব ব্র্যান্ড আজ থেকে না কেউ কিনবে আর না ব্যবহার করবে।
কিন্তু এমন টুইট কি সত্যিই করেছিলেন কখনো শাহরুখ? উত্তর হল, না। যে দাবি করা হচ্ছে যে কিং খান এমন কথা বলেছেন তাই তাঁর ছবি বয়কট ওকরা উচিত তা সম্পূর্ণ মিথ্যে। খোঁজখবর করতে জানা যায়, এমন কোনো টুইট কঝনোদিন করেননি শাহরুখ। এমনকি এমন কথা কোনো সংবাদ মাধ্যমেও বলেননি তিনি। উপরন্তু ভাইরাল টুইটে শাহরুখের ইউজরনেম দেখাচ্ছে ‘ফেক এসআরকে’, যেখানে অভিনেতার আসল ইউজারনেম ‘আই অ্যাম এসআরকে’। অর্থাৎ টুইটটি সম্পূর্ণ মিথ্যে।